Covid-19 Update: করোনার বাড়বাড়ন্ত, ফের কোথায় কোথায় বন্ধ হচ্ছে স্কুল-কলেজ?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ফলে এক্ষেত্রে কোথায় কোথায় স্কুল-কলেজ ফের বন্ধ করা হচ্ছে তা একবার এক ঝলকে দেখে নেওয়া উচিত। করোনা সংক্রমণের এক বছরের মধ্যেই ফের পরিস্থিতি খারাপ হওয়ায় আতঙ্ক বাড়ছে দেশে।
গত কয়েকমাস ধরে ফের বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। ভাইরাসের সংক্রমণ আটকাতে ফের কড়া করোনাবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সে কারণে, অনেক রাজ্যেই ফের বন্ধ করা হচ্ছে স্কুল-কলেজ। গত ফেব্রুয়ারি থেকেই বেশিরভাগ জায়গায় স্কুল ও কলেজ স্বাভাবিক নিয়মে চলতে শুরু করেছিল। তবে স্কুল-কলেজ ফের খোলার পর থেকেই করোনার সংক্রমণ বাড়ছে বলেই প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ফের স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফের বাড়ি থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সামনেই রয়েছে স্কুলের বার্ষিক পরীক্ষা। ফলে এক্ষেত্রে কোথায় কোথায় স্কুল-কলেজ ফের বন্ধ করা হচ্ছে তা একবার এক ঝলকে দেখে নেওয়া উচিত। করোনা সংক্রমণের এক বছরের মধ্যেই ফের পরিস্থিতি খারাপ হওয়ায় আতঙ্ক বাড়ছে দেশে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গুজরাট: রাজ্যের আটটি শহরে স্কুল-কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আহমেদাবাদ, রাজকোট, ভাদোদরা, সুরাট, ভবনগর, গান্ধীনগর, জামনগর ও জুনাগড়ে বন্ধ থাকবে স্কুল-কলেজ। ১০ এপ্রিল থেকে ফের খুলবে স্কুল-কলেজ। চণ্ডীগড়েও ২২ মার্চ থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল-কলেজ। মার্চের ৩১ তারিখ ফের খুলতে পারে স্কুল-কলেজ।