প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলল দেশের অধিকাংশ রাজ্যে ৷ দোকান খোলার আগে থেকে লম্বা লাইন সর্বত্র ৷ ভোর রাত থেকেই লাইনে সুরাপ্রেমীরা ৷
2/ 5
শাটার উঠতেই কোথাও কোথাও তো শুরু হয়ে গেল বাজি ফাটিয়ে বিজয় উৎসব ৷ রাজ্য নির্বিশেষে বেশিরভাগ জায়গায় একই চিত্র ৷
3/ 5
প্রথমদিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড ৷ কয়েকঘণ্টার মধ্যেই ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে কর্ণাটকে ৷ এমনটাই জানিয়েছে এক্সসাইজ ডিপার্টমেন্ট ৷
4/ 5
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী গ্রিন, অরেঞ্জ ও রেড- সব জোনেই খোলা যাবে 'স্ট্যান্ড অ্যালোন' মানে একমুখী কাউন্টারের মদের দোকান খোলা যাবে ৷ তবে কনটেন্টমেন্ট জোনে কোনও মদের দোকান খোলা যাবে না।
5/ 5
এছাড়া কোনও শপিং মলের কোনও মদের কাউন্টার, পাব বা রেস্তোরাঁয় মদ বিক্রি করা যাবে না ৷ মদ কিনে বাড়ি চলে যেতে হবে৷ বাইরে কোথাও খাওয়া যাবে না ৷ তবে মদ কেনাবেচার সময় মানতে হবে সামাজিক দূরত্ব ৷