কোভিড কারি সঙ্গে মাস্ক নান! এই রেস্তোরাঁর স্পেশাল মেনু ভাইরাল

Last Updated:
বৈচিত্রময় দেশ ভারতে সচেনতাতেও বৈচিত্র৷ বলা ভাল নতুনত্ব৷ যার নির্যাস, যোধপুরে একটি রেস্তোরাঁ লঞ্চ করল করোনা থিমের ডিস৷ অর্থাত্‍ সোজা কথায়, আপনার পাতে পড়বে করোনা ভাইরাস৷
1/5
করোনা ভাইরাস অতিমারি চলছে৷ প্রতিদিন রেকর্ড আক্রান্ত হচ্ছে৷ বাড়ছে মৃত্যু৷ এরই মধ্যে মানুষকে সচেতন করতে নানা পন্থা নেওয়া হচ্ছে বিশ্বজুড়ে৷ বৈচিত্রময় দেশ ভারতে সচেনতাতেও বৈচিত্র৷ বলা ভাল নতুনত্ব৷ যার নির্যাস, যোধপুরে একটি রেস্তোরাঁ লঞ্চ করল করোনা থিমের ডিস৷ অর্থাত্‍ সোজা কথায়, আপনার পাতে পড়বে করোনা ভাইরাস৷
করোনা ভাইরাস অতিমারি চলছে৷ প্রতিদিন রেকর্ড আক্রান্ত হচ্ছে৷ বাড়ছে মৃত্যু৷ এরই মধ্যে মানুষকে সচেতন করতে নানা পন্থা নেওয়া হচ্ছে বিশ্বজুড়ে৷ বৈচিত্রময় দেশ ভারতে সচেনতাতেও বৈচিত্র৷ বলা ভাল নতুনত্ব৷ যার নির্যাস, যোধপুরে একটি রেস্তোরাঁ লঞ্চ করল করোনা থিমের ডিস৷ অর্থাত্‍ সোজা কথায়, আপনার পাতে পড়বে করোনা ভাইরাস৷
advertisement
2/5
যোধপুরের বেদিক মাল্টিক্যুইজিন রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে 'কোভিড কারি' ও 'মাস্ক নান'৷ মাস্ক নান ছিঁড়ে কোভিড কারিতে ডুবিয়ে মুখে চালান৷ করোনা, মাস্ক--সবই গেল পেটে৷ যোধপুরের ওই রেস্তোরাঁর স্পেশাল ডিস আপাতত ইন্টারনেটে ভাইরাল৷
যোধপুরের বেদিক মাল্টিক্যুইজিন রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে 'কোভিড কারি' ও 'মাস্ক নান'৷ মাস্ক নান ছিঁড়ে কোভিড কারিতে ডুবিয়ে মুখে চালান৷ করোনা, মাস্ক--সবই গেল পেটে৷ যোধপুরের ওই রেস্তোরাঁর স্পেশাল ডিস আপাতত ইন্টারনেটে ভাইরাল৷
advertisement
3/5
কোভিড কারিটা আসলে মালাই কোফতা৷ কোফতাকে করোনা ভাইরাসের মতো আকার দেওয়া হয়েছে৷ আর সঙ্গে নানকে আকার দেওয়া হয়েছে মাস্কের৷ অর্থাত্‍ মালাই কোফতা আর নান৷
কোভিড কারিটা আসলে মালাই কোফতা৷ কোফতাকে করোনা ভাইরাসের মতো আকার দেওয়া হয়েছে৷ আর সঙ্গে নানকে আকার দেওয়া হয়েছে মাস্কের৷ অর্থাত্‍ মালাই কোফতা আর নান৷
advertisement
4/5
রেস্তোরাঁর বক্তব্য, আপনার স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রাথমিক গুরুত্ব৷ আমরা পরিচ্ছন্নতা বজায় রাখছি৷ সর্বদা স্যানিটাইজেশন চলছে৷ আমরা টাচ-লেস মেনু চালু করেছি৷ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা যায়৷
রেস্তোরাঁর বক্তব্য, আপনার স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রাথমিক গুরুত্ব৷ আমরা পরিচ্ছন্নতা বজায় রাখছি৷ সর্বদা স্যানিটাইজেশন চলছে৷ আমরা টাচ-লেস মেনু চালু করেছি৷ যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা যায়৷
advertisement
5/5
প্রসঙ্গত, এর আগে কলকাতায় একটি মিষ্টির দোকান ভাইরাল হয়েছিল করোনা সন্দেশ ও করোনা কেক বানিয়ে৷ সেটাও ছিল সচেতনতা তৈরির জন্য৷
প্রসঙ্গত, এর আগে কলকাতায় একটি মিষ্টির দোকান ভাইরাল হয়েছিল করোনা সন্দেশ ও করোনা কেক বানিয়ে৷ সেটাও ছিল সচেতনতা তৈরির জন্য৷
advertisement
advertisement
advertisement