করোনা ভাইরাস অতিমারি চলছে৷ প্রতিদিন রেকর্ড আক্রান্ত হচ্ছে৷ বাড়ছে মৃত্যু৷ এরই মধ্যে মানুষকে সচেতন করতে নানা পন্থা নেওয়া হচ্ছে বিশ্বজুড়ে৷ বৈচিত্রময় দেশ ভারতে সচেনতাতেও বৈচিত্র৷ বলা ভাল নতুনত্ব৷ যার নির্যাস, যোধপুরে একটি রেস্তোরাঁ লঞ্চ করল করোনা থিমের ডিস৷ অর্থাত্ সোজা কথায়, আপনার পাতে পড়বে করোনা ভাইরাস৷