Corona Indian Strain: বিশ্বের আরও ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন, বলছে WHO
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ভারতীয় এই কোরনার স্ট্রেনটি শুধু সেই দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই । বিশ্বের অন্তত ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে এটি ।
• মারাত্মক অবস্থা চারিদিকে । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের দেশের বুকে । এখন দেশ জুড়ে শুধুই হাহাকার, কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ, স্বজন হারানোর ব্যথা, একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । করোনার নতুন এই স্ট্রেনটি একেবারে দ্বিগুণ শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে । ড্রবল, ট্রিপল মিউট্যান্ট স্ট্রেন দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশে।
advertisement
• তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organizatio) বলছে, ভারতীয় এই কোরনার স্ট্রেনটি শুধু সেই দেশের মধ্যেই আর সীমাবদ্ধ নেই । বিশ্বের অন্তত ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে এটি । যা মারাত্মক ভয়নাক । কোভিডের B.1.617 প্রজাতিটি প্রথম মিলেছিল ভারতে। এই নতুন স্ট্রেনের অভিযোজন ক্ষমতা বিপুল । ফলে এই মারণ ভাইরাসটিকে বাগে আনাও সহজ কথা নয় ।
advertisement
advertisement
advertisement