কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে দাঁড়াল ১১, দেখে নিন এখনও কোন কোন এলাকা রয়েছে তালিকায়
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
গোটা কলকাতা শহরে এখন কন্টেইনমেন্ট জোন মাত্র ১১টি। এর মধ্যে বস্তি রয়েছে মাত্র একটি চেতলাতে। দেখে নিন এই ১১টি জোনে রয়েছে কোন কোন এলাকা
কলকাতা পুরসভার কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। ১৭ থেকে কমে ১১ এসে দাঁড়াল । গোটা কলকাতা শহরে এখন কন্টেইনমেন্ট জোন মাত্র ১১টি। এর মধ্যে বস্তি রয়েছে মাত্র একটি চেতলাতে। কমপ্লেক্স বা বহুতল রয়েছে তিনটি। এছাড়া মাল্টিপল প্রেমিসেস তিনটি এবং মিক্সড এরিয়া রয়েছে চারটি।সবচেয়ে বেশি কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এখনও তিন নম্বর বরোতে তিনটি। বেলেঘাটা ফুল বাগান এলাকা। এবং কালীঘাটের নম্বর বরোতেও তিনটি কন্টেইনমেন্ট জোন। তথ্য- বিশ্বজিৎ সাহা
advertisement
advertisement
advertisement
প্রথম থেকে কলকাতা পুরসভার পূর্ব কলকাতার বেলেঘাটা উল্টোডাঙ্গা ফুল বাগান এলাকায় কনটেইনমেন্ট জনসংখ্যা বেশি ছিল। কলকাতা পুরসভার তিন নম্বর বরোতে সব সময়ই কন্টেইনমেন্ট জোনের শীর্ষ তালিকায় ছিল।যখন কলকাতা পুরসভায় বিভিন্ন জায়গায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমছে তবুও এখনও পূর্ব কলকাতার বেলেঘাটা এবং ফুলবাগান এলাকা অর্থাৎ পুরসভার তিন নম্বর বরো শীর্ষ তালিকায়। তথ্য- বিশ্বজিৎ সাহা
advertisement
<br /> পূর্ব কলকাতার সঙ্গে দক্ষিণ-পূর্ব কলকাতা অর্থাৎ বাইপাস সংলগ্ন মুকুন্দপুর পাটুলিতে কন্টেইনমেন্ট জোন এর সংখ্যা বেশি ছিল। সেই সংখ্যা এখন কার্যত শূন্য। কলকাতা পুরসভার ১২ নম্বর বরোতে এখন আর কোনও কন্টেইনমেন্ট জোন নেই। উল্টে কালীঘাট চেতলা এলাকার নম্বর ভারতে বাড়ছে কন্টেইনমেন্ট জনসংখ্যা।খোদ পুর-প্রশাসক এবং মুখ্যমন্ত্রীর এলাকায় কন্টেইনমেন্ট জোন এর সংখ্যা বাড়ায় চিন্তায় কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলী। তথ্য- বিশ্বজিৎ সাহা