লকডাউনে বন্ধ থাকার পর খুলল স্যালোঁ, কয়েক ঘণ্টার মধ্যেই রোজগার লাখখানেক

Last Updated:
সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি ৷
1/5
করোনা সংক্রমণের থাবায় আতঙ্কিত গোটা বিশ্ব ৷ সংক্রমণ ঠেকাতে গোটা দুনিয়ায় বেছে নিয়েছে লকডাউনের রাস্তা ৷ লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ ছিল সব কিছুই ৷ বন্ধ ছিল স্যালোঁও ৷ এর অভাবে কম বেশি অসুবিধায় সকলে ৷ তাই স্যালোঁ খুলতেই লম্বা লাইন ৷ লকডাউনের পর যে স্যালোঁর চাহিদা যে কতটা তা একজন হেয়ার স্টাইলিস্টের কয়েকঘণ্টার রোজগার দেখলেই বোঝা যাচ্ছে ৷Photo- Representive
করোনা সংক্রমণের থাবায় আতঙ্কিত গোটা বিশ্ব ৷ সংক্রমণ ঠেকাতে গোটা দুনিয়ায় বেছে নিয়েছে লকডাউনের রাস্তা ৷ লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ ছিল সব কিছুই ৷ বন্ধ ছিল স্যালোঁও ৷ এর অভাবে কম বেশি অসুবিধায় সকলে ৷ তাই স্যালোঁ খুলতেই লম্বা লাইন ৷ লকডাউনের পর যে স্যালোঁর চাহিদা যে কতটা তা একজন হেয়ার স্টাইলিস্টের কয়েকঘণ্টার রোজগার দেখলেই বোঝা যাচ্ছে ৷Photo- Representive
advertisement
2/5
কোনও ভাবেই খোলা যাবে না সেলুন, স্পা, নাপিতের দোকান৷ আর উৎপাদন শুরু করা যাবে না অত্যাবশকীয় পণ্য নয় এমন দ্রব্যের ৷ Photo- File
কোনও ভাবেই খোলা যাবে না সেলুন, স্পা, নাপিতের দোকান৷ আর উৎপাদন শুরু করা যাবে না অত্যাবশকীয় পণ্য নয় এমন দ্রব্যের ৷ Photo- File
advertisement
3/5
এর মধ্যে সাধারণ একজন ক্রেতা চুল কাটার পর হেয়ার স্টাইলিস্টের হাতে কাজের টিপ হিসেবে ধরিয়ে দেন আড়াই হাজার ডলার ৷ ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ২ লাখ টাকার কাছাকাছি ৷ স্যালোঁর সেই বিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
এর মধ্যে সাধারণ একজন ক্রেতা চুল কাটার পর হেয়ার স্টাইলিস্টের হাতে কাজের টিপ হিসেবে ধরিয়ে দেন আড়াই হাজার ডলার ৷ ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ২ লাখ টাকার কাছাকাছি ৷ স্যালোঁর সেই বিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
advertisement
4/5
ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ওই হেয়ার স্টাইলিস্টের নাম ইলিসিয়া নভোটনি ৷ সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি ৷
ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী ওই হেয়ার স্টাইলিস্টের নাম ইলিসিয়া নভোটনি ৷ সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি ৷
advertisement
5/5
 উল্লেখ্য, লকডাউনে এতদিন কাজ বন্ধ থাকায় টাকার টানাটানি চলছিল তবে আচমকায় এত টাকা পেয়ে উচ্ছ্বসিত ইলিসিয়া ৷ তিনি জানিয়েছেন, তাদের পরিষেবায় খুশি হয়েই ক্লায়েট অত টাকার টিপ দিয়েছেন ৷
উল্লেখ্য, লকডাউনে এতদিন কাজ বন্ধ থাকায় টাকার টানাটানি চলছিল তবে আচমকায় এত টাকা পেয়ে উচ্ছ্বসিত ইলিসিয়া ৷ তিনি জানিয়েছেন, তাদের পরিষেবায় খুশি হয়েই ক্লায়েট অত টাকার টিপ দিয়েছেন ৷
advertisement
advertisement
advertisement