লকডাউনে বন্ধ থাকার পর খুলল স্যালোঁ, কয়েক ঘণ্টার মধ্যেই রোজগার লাখখানেক
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
সাধারণ এক ক্রেতার থেকে টিপ হিসেবে এত টাকা পেয়ে স্বভাবতই খুব অবাক হন তিনি ৷
করোনা সংক্রমণের থাবায় আতঙ্কিত গোটা বিশ্ব ৷ সংক্রমণ ঠেকাতে গোটা দুনিয়ায় বেছে নিয়েছে লকডাউনের রাস্তা ৷ লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ ছিল সব কিছুই ৷ বন্ধ ছিল স্যালোঁও ৷ এর অভাবে কম বেশি অসুবিধায় সকলে ৷ তাই স্যালোঁ খুলতেই লম্বা লাইন ৷ লকডাউনের পর যে স্যালোঁর চাহিদা যে কতটা তা একজন হেয়ার স্টাইলিস্টের কয়েকঘণ্টার রোজগার দেখলেই বোঝা যাচ্ছে ৷Photo- Representive
advertisement
advertisement
advertisement
advertisement