করোনা সংক্রমণের থাবায় আতঙ্কিত গোটা বিশ্ব ৷ সংক্রমণ ঠেকাতে গোটা দুনিয়ায় বেছে নিয়েছে লকডাউনের রাস্তা ৷ লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ ছিল সব কিছুই ৷ বন্ধ ছিল স্যালোঁও ৷ এর অভাবে কম বেশি অসুবিধায় সকলে ৷ তাই স্যালোঁ খুলতেই লম্বা লাইন ৷ লকডাউনের পর যে স্যালোঁর চাহিদা যে কতটা তা একজন হেয়ার স্টাইলিস্টের কয়েকঘণ্টার রোজগার দেখলেই বোঝা যাচ্ছে ৷ Photo- Representive