লকডাউনে মদেই লক্ষ্মীলাভ, একদিনেই রাজস্ব জমা পড়ল সর্বোচ্চ ১০০ কোটি টাকা! দেখে নিন কোন রাজ্যের আয় হল কত কোটি...
প্রথমদিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড ৷ মদ বেচে রাজ্যগুলির কোষাগারে জমা পড়েছে কোটি কোটি টাকা ৷ মাত্র একদিনে এত মদের বিক্রিতে সকলেরই চক্ষু চড়কগাছ ৷
প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলল দেশের অধিকাংশ রাজ্যে ৷ দোকান খোলার আগে থেকে লম্বা লাইন সর্বত্র ৷ ভোর রাত থেকেই লাইনে সুরাপ্রেমীরা ৷ শাটার উঠতেই কোথাও কোথাও তো শুরু হয়ে গেল বাজি ফাটিয়ে বিজয় উৎসব ৷ রাজ্য নির্বিশেষে বেশিরভাগ জায়গায় একই চিত্র ৷
2/ 7
প্রথমদিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড ৷ মদ বেচে রাজ্যগুলির কোষাগারে জমা পড়েছে কোটি কোটি টাকা ৷ মাত্র একদিনে এত মদের বিক্রিতে সকলেরই চক্ষু চড়কগাছ ৷
3/ 7
আয়ের উৎস নেই। উৎপাদন নেই। রোজগারের মোটে তিন উৎস-রাজস্ব, ভ্যাটের অংশ, কেন্দ্রের অনুদান ৷ মদ বিক্রি করে একদিনেই পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ল ৪০ কোটি টাকা রাজস্ব ৷
4/ 7
সব রাজ্যকে মদ বিক্রির লাভে টেক্কা দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছে উত্তরপ্রদেশ ৷ এক দিনেই লাভের অঙ্ক ১০০ কোটি ৷ যোগী রাজ্যে মদ বিক্রিতে রাজ্যের রাজস্ব আয় ১০০ কোটি টাকা ৷
5/ 7
দীর্ঘদিন পর খুলেছে মদের দোকান ৷ একদিনে সুরাপ্রেমীদের উন্মাদনায় অসমে মদ বিক্রি করে ৭৫ কোটি টাকা রাজস্ব স্বরূপ আয় ৷ আয়ে পিছিয়ে নেই কর্ণাটকও ৷ সেখানে মদ বিক্রিতে রাজস্ব আয় ৪৫ কোটি টাকা ৷
6/ 7
এছাড়া রাজস্থানে মদ বিক্রি করে রাজস্ব লাভ ৫৯ কোটি ৷ অন্ধ্রপ্রদেশে ৬৮ কোটি টাকা ৷
7/ 7
লকডাউনে রাজস্ব আয়ের জন্য মদের দামও বাড়িয়েছে রাজ্য সরকারগুলি ৷ পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে মদ ৷ সবথেকে বেশি দাম বেড়েছে অন্ধ্রপ্রদেশে ৷ প্রায় ৭৫ শতাংশ কর চাপানো হয়েছে মদে ৷ দিল্লিতে মদ কিনতে ৭০ শতাংশ কর দিতে হচ্ছে সুরাপ্রেমীদের ৷