লকডাউন উঠেছে সবে একমাস, ইউহানে ফিরে এল করোনা, নতুন করে আক্রান্ত ৫

Last Updated:
করোনা কি তা হলে ফিরে ফিরে আসছে? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
1/5
চিন্তা বাড়াচ্ছে চিনের ইউহানে ফের করোনা। শেষ করোনা আক্রান্তের খবর মিলেছিল ৩ এপ্রিল ৷ তারপর এতদিন কেউ আক্রান্ত হননি। কিন্তু সোমবার নতুন করে আক্রান্ত ৫। সকলে একই আবাসনের বাসিন্দা।
চিন্তা বাড়াচ্ছে চিনের ইউহানে ফের করোনা। শেষ করোনা আক্রান্তের খবর মিলেছিল ৩ এপ্রিল ৷ তারপর এতদিন কেউ আক্রান্ত হননি। কিন্তু সোমবার নতুন করে আক্রান্ত ৫। সকলে একই আবাসনের বাসিন্দা।
advertisement
2/5
চিনের ইউহান শহর। এখানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। তারপর দীর্ঘ লকডাউন। ৮ এপ্রিল সেই লকডাউন ওঠে। স্বাভাবিক হচ্ছিল ইউহান। এরই মাঝে ফের করোনার হানা।
চিনের ইউহান শহর। এখানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। তারপর দীর্ঘ লকডাউন। ৮ এপ্রিল সেই লকডাউন ওঠে। স্বাভাবিক হচ্ছিল ইউহান। এরই মাঝে ফের করোনার হানা।
advertisement
3/5
 প্রত্যেকেরই আগে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, উপসর্গ ছিল না। তাই তাঁদের আক্রান্ত হিসেবে ধরা হয়নি। কারণ, উপসর্গ না থাকলে চিনের সরকারি হিসেবে তাঁকে আক্রান্ত হিসেবে ধরা হয় না ৷
প্রত্যেকেরই আগে করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, উপসর্গ ছিল না। তাই তাঁদের আক্রান্ত হিসেবে ধরা হয়নি। কারণ, উপসর্গ না থাকলে চিনের সরকারি হিসেবে তাঁকে আক্রান্ত হিসেবে ধরা হয় না ৷
advertisement
4/5
শুধু ইউহানই নয়, শুলান শহরেও গত শনিবার নতুন করে ১১ জন আক্রান্ত হন ৷ পরের দিন থেকেই সেখানে ফের লকডাউন শুরু ৷ চিনের উত্তর পূর্বে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর শুলান ৷ এটাই এখন চিনের একমাত্র শহর যেখানে হাই রিস্ক ৷
শুধু ইউহানই নয়, শুলান শহরেও গত শনিবার নতুন করে ১১ জন আক্রান্ত হন ৷ পরের দিন থেকেই সেখানে ফের লকডাউন শুরু ৷ চিনের উত্তর পূর্বে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর শুলান ৷ এটাই এখন চিনের একমাত্র শহর যেখানে হাই রিস্ক ৷
advertisement
5/5
তবে, ইউহানে যে ভাবে প্রায় ৪০ দিন পরে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলল, তাতে অনেকেই চিন্তিত। করোনা কি তা হলে ফিরে ফিরে আসছে? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
তবে, ইউহানে যে ভাবে প্রায় ৪০ দিন পরে নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলল, তাতে অনেকেই চিন্তিত। করোনা কি তা হলে ফিরে ফিরে আসছে? এই প্রশ্নই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement