ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আর্জি! চতুর্থীতে হাইকোর্ট যাচ্ছে ফোরাম ফর দুর্গোৎসব
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
জরুরি ভিত্তিতে আজই শুনানির আবেদন জানানো হচ্ছ।
advertisement
advertisement
সোমবার রাজ্যের সমস্ত পুজো প্যান্ডেলর ভিতরকেই দর্শক শূন্য রাখার কথা জানিয়ে দেয় আদালত। সোমবার রাজ্যের হয়ে হাইকোর্টে সওয়াল করছিলেন কিশোর দত্ত। অন্য দিকে, জনস্বার্থ মামলায় মামলাকারীদের পক্ষে লড়েন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সওয়াল জবাব শেষে আদালত স্পষ্ট জানায়, সব মণ্ডপের চারপাশে ৫-১০ মিটার জায়গা জুড়ে ব্যারিকেড দিতে হবে। নো এন্ট্রি ঘোষণা করতে হবে এই ব্যারিকেড জোনকে। সেখানে প্রবেশাধিকার শুধুই উদ্যোক্তাদের। সেই কর্মকর্তাদের নামও ঝুলিয়ে দিতে হবে মণ্ডপের বাইরে। দূরত্ব বিধি প্রণয়নের দায়ভার কলকাতা পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement