Coronavirus Second Wave: মারণ করোনা কেড়ে নিল বিসিসিআই -র প্রাক্তন জাতীয় নির্বাচকের প্রাণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শোকের আবহ ক্রিকেট মহলে৷
করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে পুরো পৃথিবী লড়াই করছে৷ দেশে এই মুহূর্তে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ (Covid 19 Second Wave) একেবারে মৃত্যুর খেলা শুরু করেছে৷ সাধারণ মানুষদের মতো তারকারাও এই মারণ ভাইরাসের হাতে মৃত্যুমুখে পড়ছেন৷ এবার ভারতীয় ক্রিকেটেও হানা দিল এই মারণ করোনা ভাইরাস৷ Photo- File
advertisement
advertisement
advertisement
বিসিসিআই সূত্রের তাঁর মৃত্যুর শোক সংবাদ দেওয়া হয়েছে৷ পিটিআইকে জানানো হয়েছে রাজস্থানের প্রাক্তম ফার্স্টক্লাস ক্রিকেটার এবং প্রাক্তন জাতীয় নির্বাচক কিশন রুঙ্গতার কোভিড ১৯ এ মৃত্যু হয়েছে৷ তিনি ১৯৫৩ থেকে ১৯৭০ ক্রিকেট খেলেছিলেন আর ৫৯ টি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ২৭১৭ রান করেছিলেন৷ ১৯৯৮ সালে তিনি নির্বাচক হন৷ Photo-Representative