Vitamins for Covid-19: করোনার পরে মুঠো মুঠো ভিটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন! কাজে আসবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকেই কোভিড ১৯ (Covid-19) থেকে সেরে ওঠার পর সমানে এই ধরনের ট্যাবলেট খেয়ে চলেছেন। কিন্তু আদৌ কি করোনার নিরাময়ে এই ভিটামিন সাপ্লিমেন্টের (Vitamin Supplement) কোনও প্রয়োজনীয়তা রয়েছে?
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। ঘরে ঘরে করোনার প্রকোপ। তারই মধ্যে নানা মুনির নানা মত। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য একেক জন একেক ধরনের নির্দেশ দিচ্ছেন। বহু শহরে ভিটামিন ও জিঙ্ক ট্যাবলেটের আকাল দেখা দিয়েছে। কারণ, অনেকেই কোভিড ১৯ থেকে সেরে ওঠার পর সমানে এই ধরনের ট্যাবলেট খেয়ে চলেছেন। কিন্তু আদৌ কি করোনার নিরাময়ে এই ভিটামিন সাপ্লিমেন্টের কোনও প্রয়োজনীয়তা রয়েছে?
advertisement
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের প্রেসিডেন্ট শঙ্খ রায় চৌধুরী জানিয়েছেন, গত কয়েক মাস ধরে বাজারে ভয়ানক ভাবে বেড়ে গিয়েছে ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেন ও ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদা। তিনি দাবি করেছেন, জানুয়ারিতে যেখানে ১-২ লক্ষ স্ট্রিপ বিক্রি হত, সেটি গত কয়েক মাসে প্রায় দ্বিগুণ হয়ে গিয়ে ৫-৬ লক্ষতে দাঁড়িয়েছে। এমনকী নাম করা ব্র্যান্ডের ভিটামিন সাপ্লিমেন্টের ঘাটতি দেখা দিয়েছে বাজারে।
advertisement
অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত বছর ভিটামিন সি-এর প্রায় ১৮৫ কোটি পিল বিক্রি হয়েছে। ২০১৯-এর থেকে প্রায় ১০০ শতাংশ বেশি এই বিক্রির হার। এর পাশাপাশি ২০২০ সালে জিঙ্ক সাপ্লিমেন্ট, জিঙ্কোভিটের বিক্রি প্রায় ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কলকাতার বহু ওষুধের দোকানদারদের দাবি, মানুষ ভয় পেয়ে মুড়ি-মুড়কির মতো ভিটামিন ট্যাবলেন কিনে খাচ্ছেন।
advertisement
advertisement
বিশেষজ্ঞরা কিন্তু করোনাভাইরাসের মোকাবিলায় ভিটামিন সাপ্লিমেন্টের কোনও প্রভাব রয়েছে বলে জানাচ্ছেন না। মাল্টিভিটামিন শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরির মাধ্যমে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করলেও, করোনাভাইরাস সারিয়ে তুলতে এর কোনও প্রভাব নেই বলেই মনে করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে ঘুরপাক খাওয়া এই ভিটামিন সাপ্লিমেন্টে আচমকা জোর দেওয়া কিন্তু হিতে বিপরীত হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।