মাউথওয়াশ ব্যবহারে রুখতে পারে করোনা সংক্রমণ! গবেষণায় নয়া তথ্য
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
SARS-CoV-2 ওনভল্পড ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে ৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে ৷
advertisement
advertisement
মাউথওয়াশের মধ্যে থাকা পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়াম থাকে ৷ মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়াতে আটকে দিতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ৷ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় এটা প্রমাণিত যে ভাইরুসিডাল উপকরণ ভাইরাসের বাইরের লেয়ার নষ্ট করতে সক্ষম তাতে কোনও সন্দেহ নেই ৷
advertisement
advertisement