মাউথওয়াশ ব্যবহারে রুখতে পারে করোনা সংক্রমণ! গবেষণায় নয়া তথ্য

Last Updated:
SARS-CoV-2 ওনভল্পড ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে ৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে ৷
1/5
প্রতিদিনের ব্যবহারের এই সামান্য জিনিসই রুখে দেবে মারণ করোনার সংক্রমণ? নয়া গবেষণায় মেলা তথ্য উসকে দিচ্ছে এমনই জল্পনা ৷ মাউথওয়াশে থাকা কিছু উপাদানের মধ্যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারার ক্ষমতা রয়েছে ৷ জানাচ্ছে নয়া গবেষণা ৷
প্রতিদিনের ব্যবহারের এই সামান্য জিনিসই রুখে দেবে মারণ করোনার সংক্রমণ? নয়া গবেষণায় মেলা তথ্য উসকে দিচ্ছে এমনই জল্পনা ৷ মাউথওয়াশে থাকা কিছু উপাদানের মধ্যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারার ক্ষমতা রয়েছে ৷ জানাচ্ছে নয়া গবেষণা ৷
advertisement
2/5
সম্প্রতি ফাংশান জার্নালে প্রকাশিক এক গবেষণাপত্রের দাবি অনুযায়ী, কোভিড ১৯ ভাইরাসের অ্যাটাকের পর তা গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে প্রভাব বিস্তার করে ৷ SARS-CoV-2 ওনভল্পড ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে ৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে ৷
সম্প্রতি ফাংশান জার্নালে প্রকাশিক এক গবেষণাপত্রের দাবি অনুযায়ী, কোভিড ১৯ ভাইরাসের অ্যাটাকের পর তা গলা এবং স্যালাইভারি গ্ল্যান্ডে প্রভাব বিস্তার করে ৷ SARS-CoV-2 ওনভল্পড ভাইরাসের বাইরের অংশের লিপিড মেমব্রেন রয়েছে ৷ এই লিপিড মেমব্রেনকেই নষ্ট করে দেওয়ার উপাদান রয়েছে মাউথওয়াশে ৷
advertisement
3/5
মাউথওয়াশের মধ্যে থাকা পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়াম থাকে ৷ মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়াতে আটকে দিতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ৷ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় এটা প্রমাণিত যে ভাইরুসিডাল উপকরণ ভাইরাসের বাইরের লেয়ার নষ্ট করতে সক্ষম তাতে কোনও সন্দেহ নেই ৷
মাউথওয়াশের মধ্যে থাকা পোভিডোন-আয়োডিন, ইথানল এবং সেটিলপাইরিডিনিয়াম থাকে ৷ মাউথওয়াশ মুখে দিয়ে কুলকুচি করার পর মুখ দিয়ে করোনার সংক্রমণ শরীরে ছড়াতে আটকে দিতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ৷ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যালেরি ও’ডোনেল জানিয়েছেন, টেস্টটিউব গবেষণা ও ক্লিনিক্যাল সমীক্ষায় এটা প্রমাণিত যে ভাইরুসিডাল উপকরণ ভাইরাসের বাইরের লেয়ার নষ্ট করতে সক্ষম তাতে কোনও সন্দেহ নেই ৷
advertisement
4/5
তবে মাউথওয়াশের এই সব উপাদান কতক্ষণ মুখের ভিতরে করোনা সঙ্গে যুদ্ধ চালাতে পারবে সেই নিয়ে এখনও কিছু নিশ্চিত করে বলা সম্ভব হয়নি গবেষণা চলছে ৷
তবে মাউথওয়াশের এই সব উপাদান কতক্ষণ মুখের ভিতরে করোনা সঙ্গে যুদ্ধ চালাতে পারবে সেই নিয়ে এখনও কিছু নিশ্চিত করে বলা সম্ভব হয়নি গবেষণা চলছে ৷
advertisement
5/5
এর আগে একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল, করোনা রুখতে মাউথওয়াশ ব্যবহারে লাভ হতে পারে ৷ তবে এর কোনও পরীক্ষিত প্রমাণ নেই ৷ মাউথওয়াশের ব্যবহারে মুখের লালায় মজুত মাইক্রোব মেরে ফেলা সম্ভব হয় ৷ তবে ১০০ শতাংশ নির্ভুল প্রমাণ এক্ষেত্রে এখনও মেলেনি ৷
এর আগে একবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল, করোনা রুখতে মাউথওয়াশ ব্যবহারে লাভ হতে পারে ৷ তবে এর কোনও পরীক্ষিত প্রমাণ নেই ৷ মাউথওয়াশের ব্যবহারে মুখের লালায় মজুত মাইক্রোব মেরে ফেলা সম্ভব হয় ৷ তবে ১০০ শতাংশ নির্ভুল প্রমাণ এক্ষেত্রে এখনও মেলেনি ৷
advertisement
advertisement
advertisement