আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি, স্পষ্ট জানাল ICMR

Last Updated:
আইসিএমআর- এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের মতে লকডাউন ফল হয়েছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়ানো আটাকনো গিয়েছে
1/6
গত কয়েকদিনে দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা! বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ে করোনা সংক্রমণ লাগামছাড়া । তবে কি ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিল ? উত্তরে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। Representative image
গত কয়েকদিনে দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা! বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ে করোনা সংক্রমণ লাগামছাড়া । তবে কি ভারতে গোষ্ঠী সংক্রমণ দেখা দিল ? উত্তরে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। Representative image
advertisement
2/6
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, '' বিগত কয়েক দিন ধরে গোষ্ঠী সংক্রমণ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গোষ্ঠী সংক্রমণের কোনও নির্দিষ্ট সংজ্ঞা দেয়নি। কাজেই বলা যায়, আমাদের দেশে ১ শতাংশেরও কম এরকম ঘটনা ঘটেছে। শহুরে এলাকায় এই সংখ্যাটা আরেকটু বেশি, কন্টেইনমেন্ট জোন-এ আরও একটু বেশি। মোদ্যা কথা হল, ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। এটা শুধুমাত্র একটা ব্যবহৃত 'টার্ম'!
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, '' বিগত কয়েক দিন ধরে গোষ্ঠী সংক্রমণ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গোষ্ঠী সংক্রমণের কোনও নির্দিষ্ট সংজ্ঞা দেয়নি। কাজেই বলা যায়, আমাদের দেশে ১ শতাংশেরও কম এরকম ঘটনা ঘটেছে। শহুরে এলাকায় এই সংখ্যাটা আরেকটু বেশি, কন্টেইনমেন্ট জোন-এ আরও একটু বেশি। মোদ্যা কথা হল, ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি। এটা শুধুমাত্র একটা ব্যবহৃত 'টার্ম'!
advertisement
3/6
গোষ্ঠী সংক্রমণ হল করোনা সংক্রমণের তৃতীয় ধাপ। এই ধাপে কোথা থেকে সংক্রমণ ছড়াল, অর্থাৎ সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায় না। Representative image
গোষ্ঠী সংক্রমণ হল করোনা সংক্রমণের তৃতীয় ধাপ। এই ধাপে কোথা থেকে সংক্রমণ ছড়াল, অর্থাৎ সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায় না। Representative image
advertisement
4/6
আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের মতে লকডাউন ফল হয়েছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়ানো আটাকনো গিয়েছে।
আইসিএমআরের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের মতে লকডাউন ফল হয়েছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়ানো আটাকনো গিয়েছে।
advertisement
5/6
এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, করোনা থেকে এখনই মুক্তি নয়। আরও কয়েক মাস থাকবে করোনা। আরও কঠিনভাবে মানতে হবে বিধি। জনসংখ্যার বৃহত্তম অংশে ছড়ায়নি করোনা, কিন্তু সবারই সংক্রমণের ঝুঁকি আছে। করোনায় সুস্থতার হার ৪৯.২১%। Representative image
এদিন কেন্দ্রের তরফে জানানো হয়, করোনা থেকে এখনই মুক্তি নয়। আরও কয়েক মাস থাকবে করোনা। আরও কঠিনভাবে মানতে হবে বিধি। জনসংখ্যার বৃহত্তম অংশে ছড়ায়নি করোনা, কিন্তু সবারই সংক্রমণের ঝুঁকি আছে। করোনায় সুস্থতার হার ৪৯.২১%। Representative image
advertisement
6/6
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, '' আমরা তখনই সংক্রমণকে গোষ্ঠী সংক্রমণ বলি, যখন ৫০ শাতাংশ আক্রান্তের উৎস চিহ্নিত করা যায় না। দিল্লিতে ঠিক এমনটাই ঘটেছে, ৫০ শতাংশ আক্রান্তের উৎস অজানা । আমরা এক্ষেত্রে কিছুই বলতে পারিনা, যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র সরকার নেবে। গোষ্ঠী সংক্রমণ একটি টেকনিক্যাল টার্ম এবং কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, এই টার্মটা ব্যবহার করবে কিনা। Representative image
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, '' আমরা তখনই সংক্রমণকে গোষ্ঠী সংক্রমণ বলি, যখন ৫০ শাতাংশ আক্রান্তের উৎস চিহ্নিত করা যায় না। দিল্লিতে ঠিক এমনটাই ঘটেছে, ৫০ শতাংশ আক্রান্তের উৎস অজানা । আমরা এক্ষেত্রে কিছুই বলতে পারিনা, যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র সরকার নেবে। গোষ্ঠী সংক্রমণ একটি টেকনিক্যাল টার্ম এবং কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে, এই টার্মটা ব্যবহার করবে কিনা। Representative image
advertisement
advertisement
advertisement