তবলিগ জামাতের তীব্র ধাক্কা, ভারতে করোনা সংক্রমণের ৩০ শতাংশই ধর্মীয় সম্মেলনের থেকে- স্বাস্থ্যমন্ত্রক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পরিস্থিতি ভয়াবহ নাকি আয়ত্তে, জামাত যোগেই একধাক্কায় ১০২৩ জন করোনা পজিটিভ হয়েছেন
Covid-19 মৃত্যুর সংখ্যা ভারতেও গুটিগুটি পায়ে ১০০ -র দিকে এগোচ্ছে ৷ একদিনে এখনও অবধি সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৬০০ হয়েছে শনিবার ৷ যার জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৩১০০ -তে ৷ সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে প্যানিক হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি ৷ তাদের পক্ষ থেকে বলা হয়েছে বাকি অন্যান্য দেশের তুলনায় ভারতে সংক্রমণের হার ততটা ভয়াবহ নয় ৷(Photo: PTI)
advertisement
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারতে প্রতিদিন ১০ হাজার টেস্ট করার ব্যবস্থা হয়ে গেছে ৷ পাশাপাশি লকডাউন ও সোশ্যাল ডিসটেন্সিং মানার ক্ষেত্রেও একইভাবে জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷ পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলাকেও দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব এমনটাও জানিয়েছেন মন্ত্রক ৷
advertisement
advertisement
advertisement
তবলিগের থেকে ছড়ানো সংক্রমণ হওয়া মানুষ পাওয়া গেছে ১৭ টি রাজ্যে ৷ তারমধ্যে রয়েছে তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ,উত্তরপ্রদেশের সংক্রমণের ৩০ শতাংশই এই মুহূর্তে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষদের দ্বারাই ছড়ানো হয়েছে ৷ দিল্লির যে জায়গায় এই ধর্মীয় সমাবেশ হয়েছিল সেটা আটকাতে না পারার জন্যই এটা আয়ত্তে আনা যায়নি এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লভ আগরওয়াল ৷
advertisement
advertisement
advertisement