1/ 5


করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ সেখান থেকেই মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক করলেন তিনি৷
2/ 5


এই বৈঠক চলাকালীনই শিবরাজ জানিয়েছেন, হাসপাতালে নিজের কাজ যথাসম্ভব নিজেই সারছেন তিনি৷ নিজের চা যেমন নিজেই বানাচ্ছেন, সেরকমই নিজের কাপড় নিজেই কেচে নিচ্ছেন বলে জানিয়েছেন শিবরাজ৷
3/ 5


মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজের সতীর্থদের আশ্বস্ত করে জানিয়েছেন, তাঁর শারীরিক কোনও অসুবিধে নেই৷ Photo- File
4/ 5


শিবরাজ জানান, করোনা মানুষকে স্বাবলম্বী করে তোলে৷ করোনাকে ভয় পাওয়ারও কিছুই নেই বলে জানান তিনি৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানান, তাঁর হাত ভেঙে গিয়েছিল৷ ফলে নিয়মিত হাতের ফিজিওথেরাপি করতে হয় তাঁর৷ হাসপাতালে যেহেতু ফিজিওথেরাপি করতে পারছেন না, তাই কাপড় কাচাকাচি করাতেই হাতের আরাম হচ্ছে৷