আজই ছাড়ুন রোজকার এই অভ্যাসগুলি, নইলে করোনা সংক্রমণ আটকাতে পারবেন না
Bangla Digital Desk
1/ 7
রোজকার কয়েকটি ছোট ছোট অভ্যাস কিন্তু এগুলি না বদলালে করোন ভাইরাসের প্রকোপের সামনে বড় ক্ষতির সামনে পরতে হতে পারে৷ এরমধ্যে হল হাতের নখ রাখা ও নখ মুখে দিয়ে চিবোনো৷ এতে জীবাণু সরাসরি হাত থেকে মুখে চলে যেতে পারে ৷ Photo- File
2/ 7
অনেকেরই মুখে পিম্পলের সমস্যা থাকে ৷ সেটা আবার অনেকে খুঁটে থাকেন ৷ এই অবস্থায় ভুলেও সেই কাজ করবেন না ৷ নখেই বাসা বেঁধে থাকতে পারে মারণ করোনা ভাইরাস ৷ আর সেটা এরপর সংক্রমণ ঘটাতে পারে ৷ Photo- File
3/ 7
মাথার চুলে হাত বুলোতে কার না ভালো লাগে, বিশেষত চুল যদি লম্বা হয় ৷ তবে এই সময় এই অভ্যাস একদম বদলে ফেলুন ৷ চুলেও লেগে থাকতে পারে জীবাণু ৷ আর মাথায় হাত বুলোলে সেটা প্রথমে হাত পরে সেটা মুখে লেগে ছড়িয়ে পড়তে পারে ৷ Photo- File
4/ 7
অনেকেরই অভ্যাস দু সপ্তাহে একবার বেডশিট বা চাদর কাচেন ৷কিন্তু এটা এখন করা যাবে না অন্তত দু থেকে তিন বার এক সপ্তাহেই বিছানার চাদর কেচে ফেলতে হবে ৷
5/ 7
ওয়াশ বেসিন যদি টয়লেটের মধ্যে থাকে তাহলে সেখানে টুথ ব্রাশ সেখানে রাখবেন না ৷ তাহলে সংক্রমণের সম্ভবনা বাড়তে পারে ৷
6/ 7
দাঁতের ফাঁকে অনেক সময় খাবার আটকে থাকলে সেটা আঙুল দিয়ে বার করে থাকা হয়, কিন্তু সেটা এখন একেবারেই করবেন না৷
7/ 7
খাবার শেয়ার করে এই সময় একেবারেই খাবেন না ৷ পরিবারের ব্যক্তিদের সঙ্গেও এই কাজ করবেন না ৷
আজই ছাড়ুন রোজকার এই অভ্যাসগুলি, নইলে করোনা সংক্রমণ আটকাতে পারবেন না
রোজকার কয়েকটি ছোট ছোট অভ্যাস কিন্তু এগুলি না বদলালে করোন ভাইরাসের প্রকোপের সামনে বড় ক্ষতির সামনে পরতে হতে পারে৷ এরমধ্যে হল হাতের নখ রাখা ও নখ মুখে দিয়ে চিবোনো৷ এতে জীবাণু সরাসরি হাত থেকে মুখে চলে যেতে পারে ৷ Photo- File
আজই ছাড়ুন রোজকার এই অভ্যাসগুলি, নইলে করোনা সংক্রমণ আটকাতে পারবেন না
অনেকেরই মুখে পিম্পলের সমস্যা থাকে ৷ সেটা আবার অনেকে খুঁটে থাকেন ৷ এই অবস্থায় ভুলেও সেই কাজ করবেন না ৷ নখেই বাসা বেঁধে থাকতে পারে মারণ করোনা ভাইরাস ৷ আর সেটা এরপর সংক্রমণ ঘটাতে পারে ৷ Photo- File
আজই ছাড়ুন রোজকার এই অভ্যাসগুলি, নইলে করোনা সংক্রমণ আটকাতে পারবেন না
মাথার চুলে হাত বুলোতে কার না ভালো লাগে, বিশেষত চুল যদি লম্বা হয় ৷ তবে এই সময় এই অভ্যাস একদম বদলে ফেলুন ৷ চুলেও লেগে থাকতে পারে জীবাণু ৷ আর মাথায় হাত বুলোলে সেটা প্রথমে হাত পরে সেটা মুখে লেগে ছড়িয়ে পড়তে পারে ৷ Photo- File