৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউন, চলবে না ট্রেন-মেট্রো, বন্ধ বিমান পরিষেবাও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
লকডাউনে স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ট্রেন ও বিমান পরিষেবা ৷ বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও ৷
advertisement
advertisement
advertisement
মেট্রো রেল ও বিমান পরিষেবা যে আপাতত বন্ধ থাকবে তা জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এ দিনের নির্দেশিকায়। তবে আন্তঃরাজ্য বাস চালানোর বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে শপিং মল, সিনেমা হল, ও রেস্তোরাঁও। Representational Image
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি করা হবে ‘নাইট কার্ফু’। এ ছাড়াও বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরনো যাবে না। ৬৫ বছরের বেশি বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। ১০ বছর পর্যন্ত বয়সের শিশুদের বাইরে বেরতেও নিষেধ করা হয়েছে। Representational Image