মশা থেকে কি ছড়াতে পারে Coronavirus ? জেনে নিন বিশেষজ্ঞদের মত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সবার মনে এখন একটাই প্রশ্ন, মশা যখন বিভিন্ন ভাইরাসের বাহক ৷ তাহলে SARS-CoV-2 (কোভিড-১৯) ভাইরাসের ‘ক্যারিয়ার’ মশা হতে পারে না তো ?
গোটা বিশ্বেই এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনাভাইরাস ৷ মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে হু হু করে ৷ তবে এই সময়টা আরও একটা জিনিস মানুষকে ভাবিয়ে তুলছে, সেটা হল মশাবাহিত বিভিন্ন রোগ ৷ ডেঙ্গু, চিকুনগুনিয়া, পীতজ্বর, জিকার মতো একাধিক রোগে প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যান গোটা বিশ্বে ৷ এই সব ভাইরাস বহন করার ক্ষমতা মশার রয়েছে ৷ এবং মশার মাধ্যমেই এই ভাইরাস ছড়ায় মানবদেহে ৷ Representational Image
advertisement
advertisement
advertisement
advertisement
তবে স্বস্তির খবর একটাই, মশার থেকে যে করোনা ছড়াতে পারে ৷ তার কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নি ৷ এইচআইভি, ইবোলার মতো মারণ ভাইরাসগুলির বাহকও মশা নয় ৷ তাই কোভিড-১৯-এর ভাইরাসও আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্য কারোর দেহে ‘ট্রান্সফার’ করার মতো ক্ষমতা মশার নেই বলেই মত বিশেষজ্ঞদের ৷ Representational Image