Coronavirus: করোনাকে খতম করতে উকুন মারার ওষুধ! সবচেয়ে দ্রুত করছে কাজ, চাঞ্চল্যকর দাবি অস্ট্রেলিয়ান গবেষকদের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
উকুনের যম খতম করবে করোনাকেও ৷ আশা দেখাচ্ছে নতুন গবেষণা ৷
advertisement
advertisement
advertisement
advertisement
ভারতে এখনও পর্যন্ত ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগ কার্যকরী হয়েছে ৷ প্রতিষেধক আবিষ্কারে এখনও বেশ কিছুটা সময়ের প্রয়োজন ৷ গবেষকদের দাবি অনুযায়ী, এর মাঝে করোনার বৃদ্ধি ঠেকাতে হাইড্রক্সিক্লোরোকুইনের চেয়ে কার্যকর হতে পারে আইভারমেক্টিন ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে আইভারমেক্টিন ৷ এই অতিমারি ঠেকাতে একে হাতেনাতে কাজে লাগানো যায় কিনা এখন সেটাই দেখার ৷