শুধু ডায়লগই নয়, কিং খানের সিগনেচার পোজও করোনা যুদ্ধে অসম পুলিশের প্রচারে। সেই চেনা ভঙ্গি। এক পা একটু বেকিয়ে, দু’হাত দু’দিকে ছড়ানো। এই পোজেই বছরের পর বছর ধরে ঝড় তুলছেন বলিউডের বেতাজ বাদশা। ব্যাকগ্রাউন্ডে কখনও সর্ষে খেত, কখনও আবার বিদেশের আকাশছোঁয়া বহুতল। শাহরুখের এই স্টাইল বরাবরই জনপ্রিয়। সেই জনপ্রিয়তাই অস্ত্র জোগালো অসম পুলিশকে।