Coronavirus | করোনা যুদ্ধে সামিল হোন ! আপনিই পারবেন এই ভাইরাসকে আটকাতে ! মানুন নিয়ম !

Last Updated:
যতদিন না সরকার আপনাকে বাড়ি থেকে বেরোতে অনুমতি দিচ্ছে, ততদিন ঘরে থাকুন।
1/5
করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। এখনও পর্যন্ত এই ভাইরাসের সঠিক কোনও চিকিৎসা বা ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি। কিন্তু এই ভাইরাসকে তো আটকাতেই হবে। আর সেটা করতে পারেন এক মাত্র আপনি। হতে পারে আপনি একজন সাধারণ মানুষ। কিন্তু জানেন কি এটাই সময় আপনার আসাধারণ হয়ে ওঠার ! এটাই সময় আপনি প্রকৃতই দেশকে ভালবাসেন কিনা তা প্রমাণ করার ! photo source collected
করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। এখনও পর্যন্ত এই ভাইরাসের সঠিক কোনও চিকিৎসা বা ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়নি। কিন্তু এই ভাইরাসকে তো আটকাতেই হবে। আর সেটা করতে পারেন এক মাত্র আপনি। হতে পারে আপনি একজন সাধারণ মানুষ। কিন্তু জানেন কি এটাই সময় আপনার আসাধারণ হয়ে ওঠার ! এটাই সময় আপনি প্রকৃতই দেশকে ভালবাসেন কিনা তা প্রমাণ করার ! photo source collected
advertisement
2/5
এই সময় কিভাবে আপনি কাজে লাগতে পারেন জানেন ? তাহলে সব থেকে আগে আপনি এটা ভাবা বন্ধ করুন যে ধুর এই রোগ তো চিনে হয়েছে আমার কিছু হবে না। চিন বা ইতালি যদি প্রথমেই ভারতের মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো এই রোগ এতটা ছড়াতো না। সেই একই ভুল আপনি কেন করবেন? মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আপনিও নিন। সর্তক হোন। আসেপাশের মানুষকে সর্তক করুন। photo source collected
এই সময় কিভাবে আপনি কাজে লাগতে পারেন জানেন ? তাহলে সব থেকে আগে আপনি এটা ভাবা বন্ধ করুন যে ধুর এই রোগ তো চিনে হয়েছে আমার কিছু হবে না। চিন বা ইতালি যদি প্রথমেই ভারতের মতো ব্যবস্থা নিত তাহলে হয়তো এই রোগ এতটা ছড়াতো না। সেই একই ভুল আপনি কেন করবেন? মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আপনিও নিন। সর্তক হোন। আসেপাশের মানুষকে সর্তক করুন। photo source collected
advertisement
3/5
আপনার কেন্দ্রীয় সরকার আপনাকে যা যা মানতে বলছেন সব মেনে চলুন। আপনি কোন দলের সর্মথক সেটা এখন ভুলে যান। কারণ এটা দেশ রক্ষার বিষয়। মানুষ বাঁচলে তবেই দেশ থাকবে। আপনার প্রিয় দল থাকবে। তাই রং বিচার না করে এখন শুনুন সরকারের কথা। বেঁচে থাকলে আবার না হয় মাঠে নামা যাবে। photo source collected
আপনার কেন্দ্রীয় সরকার আপনাকে যা যা মানতে বলছেন সব মেনে চলুন। আপনি কোন দলের সর্মথক সেটা এখন ভুলে যান। কারণ এটা দেশ রক্ষার বিষয়। মানুষ বাঁচলে তবেই দেশ থাকবে। আপনার প্রিয় দল থাকবে। তাই রং বিচার না করে এখন শুনুন সরকারের কথা। বেঁচে থাকলে আবার না হয় মাঠে নামা যাবে। photo source collected
advertisement
4/5
করোনা ভাইরাস রুখতে প্রতি ঘণ্টায় হাত ধুতে থাকুন। সাবান দিয়েই হাত ধুন। জ্বর বা সর্দি কাশি থাকলে বা কোনও রকম ভাইরাসের উপসর্গ থাকলে লোকাবেন না। জানান। কোয়ারেন্টাইনে যান। মনে রাখবেন আপনি বাঁচলে তবেই আপনার পরিবার বাঁচবে। কারণ এই রোগে শুধু কিন্তু আপনার ভয় নয়, আপনার থেকে ভয় আপনার পরিবারেরও। কষ্ট হলেও দূরে থাকুন। বৃহত্তর স্বার্থে কখনও এইটুকু তো করাই যেতে পারে। অবুঝ হবেন না। আপনার যদি কোনও ট্রাভেল হিস্ট্রি থাকে লোকাবেন না। photo source collected
করোনা ভাইরাস রুখতে প্রতি ঘণ্টায় হাত ধুতে থাকুন। সাবান দিয়েই হাত ধুন। জ্বর বা সর্দি কাশি থাকলে বা কোনও রকম ভাইরাসের উপসর্গ থাকলে লোকাবেন না। জানান। কোয়ারেন্টাইনে যান। মনে রাখবেন আপনি বাঁচলে তবেই আপনার পরিবার বাঁচবে। কারণ এই রোগে শুধু কিন্তু আপনার ভয় নয়, আপনার থেকে ভয় আপনার পরিবারেরও। কষ্ট হলেও দূরে থাকুন। বৃহত্তর স্বার্থে কখনও এইটুকু তো করাই যেতে পারে। অবুঝ হবেন না। আপনার যদি কোনও ট্রাভেল হিস্ট্রি থাকে লোকাবেন না। photo source collected
advertisement
5/5
সবচেয়ে জরুরি যতদিন না সরকার আপনাকে বাড়ি থেকে বেরোতে অনুমতি দিচ্ছে, ততদিন ঘরে থাকুন। ঘরে থাকা মানে কিন্তু পাড়ার মোড়ে আড্ডা নয়। বন্ধুর বাড়িতে যাওয়া নয়। চা খেতে বাইরে যাওয়া নয়। মনে করে নিন আপনি ঘরে বন্দি। বাইরে বেরোলেই আপনার প্রাণ যেতে পারে। একমাত্র এই পদ্ধতিতেই আপনি করোনা ভাইরাসের চেন ভেঙে একটি অসাধারণ কাজ করতে পারেন। দেশ আপনাকে অবশ্যই এর জন্য মনে রাখবে। আপনি নিজে এই যুদ্ধের সব থেকে বড় সৈনিক। তাই আজ থেকেই পালন করুন। photo source collected
সবচেয়ে জরুরি যতদিন না সরকার আপনাকে বাড়ি থেকে বেরোতে অনুমতি দিচ্ছে, ততদিন ঘরে থাকুন। ঘরে থাকা মানে কিন্তু পাড়ার মোড়ে আড্ডা নয়। বন্ধুর বাড়িতে যাওয়া নয়। চা খেতে বাইরে যাওয়া নয়। মনে করে নিন আপনি ঘরে বন্দি। বাইরে বেরোলেই আপনার প্রাণ যেতে পারে। একমাত্র এই পদ্ধতিতেই আপনি করোনা ভাইরাসের চেন ভেঙে একটি অসাধারণ কাজ করতে পারেন। দেশ আপনাকে অবশ্যই এর জন্য মনে রাখবে। আপনি নিজে এই যুদ্ধের সব থেকে বড় সৈনিক। তাই আজ থেকেই পালন করুন। photo source collected
advertisement
advertisement
advertisement