আজ থেকে খুলছে হোটেল- রেস্তোরাঁ, শপিং মল! মাথায় রাখুন এই সাতটি নিয়ম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকাগুলি দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো দু' জন ব্যক্তির মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে৷ হাঁচলে, কাশার সময় সতর্ক থাকতে হবে৷ কোথাও থুতু ফেলা যাবে না৷ সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ইনস্টল করতে হবে এবং তার নিয়মিত ব্যবহার করতে হবে৷
advertisement
হোটেল এবং রেস্তোরাঁতে প্রবেশ এবং বেরনোর সময় স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্তা রাখতে হবে৷ যে কর্মীদের মধ্যে কোনও উপসর্গ নেই, শুধুমাত্র তাঁরাই কাজে আসতে পারবেন৷ গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য৷ প্রত্যেকেরই মাস্ক পরা বাধ্যতামূলক৷ কর্মীদের পরতে হবে গ্লাভস এবং অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে৷
advertisement
advertisement
advertisement
হোটেল এবং রেস্তোরঁতে খাওয়াদাওয়ার জন্য রুম সার্ভিস এবং টেক অ্যাওয়ে-এর উপরেই জোর দিতে হবে৷ ফুড ডেলিভারি স্টাফদের হোটেলের ঘরের বাইরেই খাবার রেখে আসতে হবে৷ হোম ডেলিভারিতে যাওয়ার আগে কর্মীর থার্মাল স্ক্রিনিং করতে হবে৷ হোটেলের ঘর, রেস্তোরাঁতে এসি-র তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড-এর মধ্যে রাখতে হবে৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে৷
advertisement
সর্বত্রই নিয়মিত পরিষ্কার করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে৷ দরজার হাতল, লিফট-এর সুইচ-এর মতো যে জায়গাগুলি বার বার স্পর্শ করা হয়, সেখানে জীবাণুনাশক দিয়ে ঘন ঘন পরিষ্কার করতে হবে৷ একই ভাবে বাথরুমগুলিও নিয়মিত পরিষ্কার করতে হবে৷ ফেস কভার, মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের পর ফেলার জন্য যথাযথ ব্যবস্থা রাখতে হবে৷
advertisement
যদি কোনও ব্যক্তির মধ্যে করোনা উপসর্গ দেখা যায় তাহলে তাঁকে এমন জায়গায় রাখতে হবে যা সম্পূর্ণ আইসোলেটেড৷ ওই ব্যক্তিকে সবসময় মাস্ক এবং ফেস কভার পরিয়ে রাখতে হবে৷ এর পর দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে খবর দিতে হবে৷ করোনা সংক্রমণ ধরা পড়লে ওই ব্যক্তি যেখানে ছিলেন সেই চত্বরটি পুরোপুরি জীবাণমুক্ত করতে হবে৷