করোনার নয়া স্ট্রেন মিলল আরও ৬ জনের শরীরে, মোট আক্রান্ত ১০২
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, আজ বুধবার দিন জানানো হয়েছে, এ দেশে নতুন প্রজাতির করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০২।
করোনার নয়া স্ট্রেন নিয়ে ব্রিটেন নাজেহাল। দেশ- বিদেশেও মিলেছে বহুরূপী করোনার সন্ধান। সোমবার অর্থাৎ ১১ জানুয়ারি পর্যন্ত ভারতে মিউট্যান্ট ভাইরাসের আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৯৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, আজ বুধবার দিন জানানো হয়েছে, এ দেশে নতুন প্রজাতির করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০২।
advertisement
advertisement
যেসব ব্যক্তি আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের নজরে রাখা হয়েছে। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু, সহযাত্রী, পরিবারের সদস্য এবং অন্যান্যদের জন্য কোয়ার্যা ন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য নমুনার উপরেও জিনোম সিকোয়েন্সিং চলছে। নিয়মিত রাজ্যগুলিকে INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) জন্য নজরদারি, সংরক্ষণ, পরীক্ষা ও নমুনা প্রেরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement