

করোনার নয়া স্ট্রেন নিয়ে ব্রিটেন নাজেহাল। দেশ- বিদেশেও মিলেছে নতুন করোনার সন্ধান। সোমবার অর্থাৎ ১১ জানুয়ারি পর্যন্ত ভারতে মিউট্যান্ট ভাইরাসের আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৯৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে, আজ বুধবার দিন জানানো হয়েছে, এ দেশে নতুন প্রজাতির করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০২।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনের পরীক্ষায় যাঁদের রিপোর্ট ইতিবাচক এসেছে, তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের নিজ নিজ রাজ্যসরকার দ্বারা মনোনীত স্বাস্থ্যসেবা গুলিতে সম্পূর্ণ আলাদা কামরায় বিচ্ছিন্ন ভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে।


যেসব ব্যক্তি আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের নজরে রাখা হয়েছে। তাঁদের ঘনিষ্ঠ বন্ধু, সহযাত্রী, পরিবারের সদস্য এবং অন্যান্যদের জন্য কোয়ার্যা ন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য নমুনার উপরেও জিনোম সিকোয়েন্সিং চলছে। নিয়মিত রাজ্যগুলিকে INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) -এর জন্য নজরদারি, সংরক্ষণ, পরীক্ষা ও নমুনা প্রেরণের পরামর্শ দেওয়া হচ্ছে।


ডোনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশ করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে।