WhatsApp না থাকলে বন্ধ হয়ে যেত পড়াশুনা, স্কুলবন্ধের ৬ মাস পূর্তিতে বলছে সমীক্ষা!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই স্বভাবতই অনলাইন শিক্ষার দিকেই বিগত কয়েক মাস পাল্লা ভারি ছিল। দেখা গিয়েছে, যে অ্যাপ দ্বারা সর্বাধিক ছেলেমেয়েরা পড়াশোনা করেছে সেটা হল WhatsApp।
•মার্চ মাস থেকে করোনার প্রকোপে দেশের স্কুল, কলেজ সব বন্ধ। স্কুল কবে খুলবে এই নিয়ে সরকারের নীতি এখনও স্পষ্ট নয়। এ হেন অবস্থায় শিক্ষাবর্ষ অনেকটাই এ-দিক ও-দিক হয়ে গিয়েছে। ASER-এর একটি সমীক্ষা বলছে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের মাত্র এক তৃতীয়াংশ স্কুলপড়ুয়া ছেলেমেয়ে পড়াশোনার জন্য স্টাডি মেটেরিয়াল পেয়েছে স্কুলের তরফে। অর্থাৎ এদের কাছে কোনও না কোনও ভাবে বই খাতা, লেকচার বা নোটস এগুলো পৌঁছেছে। আবার রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারের মতো কিছু রাজ্যে সিকিভাগ ছেলেমেয়েও কোনও পঠনপাঠনের বস্তু পায়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
•যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই স্বভাবতই অনলাইন শিক্ষার দিকেই বিগত কয়েক মাস পাল্লা ভারি ছিল। দেখা গিয়েছে, যে অ্যাপ দ্বারা সর্বাধিক ছেলেমেয়েরা পড়াশোনা করেছে সেটা হল WhatsApp। যদিও এ ক্ষেত্রেও প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে আছে। WhatsApp-এর মাধ্যমে প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে ৮৭.২% আর সরকারি স্কুলের ছেলে মেয়েরা করেছে ৬৭.৩%।
advertisement
advertisement