Delta+ Covid Death: ভয় ধরাচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, মহারাষ্ট্রে মৃত ৩!

Last Updated:
ভারতে করোনাভাইরাসের (Coronavirus 3rd Wave) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চলাকালীন নতুন করে ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্ট (Delta Plus Coronavirus Variant)।
1/6
ভারতে করোনাভাইরাসের (Coronavirus 3rd Wave) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চলাকালীন নতুন করে ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্ট (Delta Plus Coronavirus Variant)। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ৩ করোনায় মৃতের (Delta+ Covid Death) শরীরে মিলেছে এই ভাইরাসের অস্বিত্ব। মৃতদের মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা।
ভারতে করোনাভাইরাসের (Coronavirus 3rd Wave) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চলাকালীন নতুন করে ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিেয়ন্ট (Delta Plus Coronavirus Variant)। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ৩ করোনায় মৃতের (Delta+ Covid Death) শরীরে মিলেছে এই ভাইরাসের অস্বিত্ব। মৃতদের মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা।
advertisement
2/6
মুম্বই যখন করোনার বিধিনিষেধ কিছুটা হাল্কা করার পরিকল্পনা করছে, ঠিক সেই সময় ফের মাথাচাড়া দিচ্ছে করোনার ভয়। আর এবার বেশি আশঙ্কা বাড়াচ্ছে করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। মুম্বইয়ে গত ২৭ জুলাই ৬৩ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মিলেছে।
মুম্বই যখন করোনার বিধিনিষেধ কিছুটা হাল্কা করার পরিকল্পনা করছে, ঠিক সেই সময় ফের মাথাচাড়া দিচ্ছে করোনার ভয়। আর এবার বেশি আশঙ্কা বাড়াচ্ছে করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। মুম্বইয়ে গত ২৭ জুলাই ৬৩ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মিলেছে।
advertisement
3/6
রায়গড়ে মৃত্যু হয়েছে ৬৯ বছরের এক বৃদ্ধের। এছাড়াও রত্নাগিরিতে গত মাসে মৃত্যু হয়েছিল এক ৯০ বছরের মহিলার। তাঁদের প্রত্যেকের মৃত্যুর কারণ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যদিও এদের প্রত্যেকেরই কো-মর্বিডিটি ছিল। তাঁদের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট বুধবার এসে পৌঁছেছে। তখনই দেখা যায় মহারাষ্ট্রে দাপট শুরু করেছে করোনার এই প্রজাতি।
রায়গড়ে মৃত্যু হয়েছে ৬৯ বছরের এক বৃদ্ধের। এছাড়াও রত্নাগিরিতে গত মাসে মৃত্যু হয়েছিল এক ৯০ বছরের মহিলার। তাঁদের প্রত্যেকের মৃত্যুর কারণ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যদিও এদের প্রত্যেকেরই কো-মর্বিডিটি ছিল। তাঁদের জিনোম সিকোয়েন্সের রিপোর্ট বুধবার এসে পৌঁছেছে। তখনই দেখা যায় মহারাষ্ট্রে দাপট শুরু করেছে করোনার এই প্রজাতি।
advertisement
4/6
মুম্বই-সহ মহারাষ্ট্রে আরও ১৩ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ৩ জন পুনেতে, ২ জন নন্দেদ, গোন্দিয়া, রায়গড় ও পালঘড়ে। এবং চন্দ্রপুর ও আকোলায় ১ জন করে। এ নিয়ে ডেল্টা প্লাস রোগীর সংখ্যা বেড়ে হল ৬৫ জন।
মুম্বই-সহ মহারাষ্ট্রে আরও ১৩ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ৩ জন পুনেতে, ২ জন নন্দেদ, গোন্দিয়া, রায়গড় ও পালঘড়ে। এবং চন্দ্রপুর ও আকোলায় ১ জন করে। এ নিয়ে ডেল্টা প্লাস রোগীর সংখ্যা বেড়ে হল ৬৫ জন।
advertisement
5/6
সাতজন শিশু ও আটজন বয়স্কের শরীরে মিলেছে এই ভাইরাস। এই রোগীদের সংস্পর্শে আসা বাকি ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে সরকার। বুধবার দেশের বুলেটিনে জানানো হয়েছিল, দেশে এই মুহূর্তে মোট ডেল্টা প্লাস রোগীর সংখ্যা ৮৬।
সাতজন শিশু ও আটজন বয়স্কের শরীরে মিলেছে এই ভাইরাস। এই রোগীদের সংস্পর্শে আসা বাকি ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে সরকার। বুধবার দেশের বুলেটিনে জানানো হয়েছিল, দেশে এই মুহূর্তে মোট ডেল্টা প্লাস রোগীর সংখ্যা ৮৬।
advertisement
6/6
তবে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রের তালিকায় দেখা যাচ্ছে সেখানে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। আর ডেল্টা সংক্রমণে তৃতীয় স্থানে তামিলনাড়ু। দেশে অনেক রাজ্য থেকেই ডেল্টা প্লাস-এ সংক্রমিতদের খোঁজ মিলছে। পশ্চিমবঙ্গেও তিন জনের শরীরে এই উপপ্রজাতির খোঁজ মিলেছে।
তবে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র। কেন্দ্রের তালিকায় দেখা যাচ্ছে সেখানে ডেল্টা প্লাসে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সব থেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। আর ডেল্টা সংক্রমণে তৃতীয় স্থানে তামিলনাড়ু। দেশে অনেক রাজ্য থেকেই ডেল্টা প্লাস-এ সংক্রমিতদের খোঁজ মিলছে। পশ্চিমবঙ্গেও তিন জনের শরীরে এই উপপ্রজাতির খোঁজ মিলেছে।
advertisement
advertisement
advertisement