

*রোগীদের সুবিধার্থে স্বাস্থ্য দফতর কলকাতা মেডিক্যাল কলেজে ১৭টি ভেন্টিলেটর পাঠায়। কিন্তু টেকনিশিয়ান না মেলায় সেগুলি পড়ে ছিল দীর্ঘ এক সপ্তাহ ধরে। শেষে সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হওয়ায় নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।


*খবর সম্প্রচারিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভেন্টিলেটর ইনস্টল করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।


*জানা গিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে ভেন্টিলেটরগুলি হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের একতলাতে পড়েছিল।


*হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সে বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তি দেওয়া হয়, টেকনিশিয়ান না মেলায় সেগুলি ইন্সটল করা যায়নি।


*News 18 বাংলায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পড়ই তৎপর হয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। শনিবার লকডাউনের মধ্যেই তড়িঘড়ি ভেন্টিলেটরগুলি ইনস্টল করা হয়।


*৬০০ কোভিড বেডের জন্য ৩২টি ভেন্টিলেটর ছিল মেডিক্যাল কলেজে। অনেকক্ষেত্রে ভেন্টিলেটর না পাওয়ার অভিযোগ উঠছিল।