

বন্দে ভারত মিশনের প্রথম ফ্লাইট সোমবার এল কলকাতায়। ঢাকা থেকে ১৬৯ জন যাত্রী এসে পৌঁছলেন কলকাতায়। এ দিন দুপুর একটা নাগাদ ওই ফ্লাইট কলকাতায় এসে পৌঁছয়। এ দিনের ফ্লাইটে ঢাকা থেকে পর্যটক, পড়ুয়া, চাকুরে-সহ বেশ কয়েক জন রোগীও এসে পৌঁছন কলকাতায়। Story: Shalini Datta


বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওই সব মানুষেরা এ দিন এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে এসে পৌঁছন কলকাতা। বাংলাদেশে বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন রেবা ঘোষ। তিনি এত দিন পরে কলকাতায় ফিরতে পেরে ভীষণ খুশি। তিনি বলেন, "দু'মাস আটকে থাকার পরে ফিরে আসতে পেরে দারুণ ভাল লাগছে। আপাতত, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপরে বাইরে বের হব।"


আর এক পেশাদার অতনু চট্টোপাধ্যায় কাজের সূত্রে ছিলেন বাংলাদেশে। তিনি ভারতীয় নাগরিক। দেশে ফিরতে পেরে স্বভাবতই খুশি। বলেন, "খুব ভাল ব্যবস্থাপনা ছিল। আমাদের ফিরতে কোনও অসুবিধেই হয়নি। আপাতত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকব।"


এয়ার ইন্ডিয়ার এক অফিসার বলেন, " যাত্রীদের জন্য যাবতীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল। বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের বিমানে ওঠানামার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।"


কড়া স্বাস্থ্য পরীক্ষা এবং যাবতীয় কোভিড প্রোটোকল মেনে এ দিন যাত্রীদের কলকাতা বিমানবন্দরের বাইরে বের করা হয়। সমস্ত যাত্রীকেই নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রসঙ্গত, বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রথম ধাপে বিশ্বের ১২টি দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়েছে বিদেশমন্ত্রক। প্রথম সাত দিনে যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের সিংহভাগই কেরল, তামিলনাড়ু এবং দিল্লির বাসিন্দা। এই তিন রাজ্যে মোট ৩৭টি ফ্লাইট ঢুকেছিল। দ্বিতীয় ধাপে ১৪৯টি ফ্লাইট আসবে। তারই অংশ হিসেবে এ দিন কলকাতা বিমানবন্দরে ফিরলেন ঢাকায় আটকে থাকা ১৬০ জন।