Darjeeling News|| দার্জিলিং-শিলিগুড়িতে বিশ্বের সবথেকে 'ভয়ঙ্কর' ডেল্টা স্ট্রেনের হদিশ! দুশ্চিন্তায় প্রশাসন...

Last Updated:
Patients from North Bengal Detected Covid 19 Delta Variant: সিকিমের (Sikkim)পর উত্তরবঙ্গেও (North Bengal) ডেল্টা স্ট্রেনের (Covid 19 Delta Variant) হদিস। উত্তরবঙ্গে ১৪ জনের দেহে মিলেছে ডেল্টার জীবাণু।
1/5
*সিকিমের পর উত্তরবঙ্গেও ডেল্টা স্ট্রেনের হদিস। উত্তরবঙ্গে ১৪ জনের দেহে মিলেছে ডেল্টার জীবাণু। আক্রান্তদের মধ্যে দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে রয়েছেন ৫ জন। প্রতীকী ছবি। 
*সিকিমের পর উত্তরবঙ্গেও ডেল্টা স্ট্রেনের হদিস। উত্তরবঙ্গে ১৪ জনের দেহে মিলেছে ডেল্টার জীবাণু। আক্রান্তদের মধ্যে দার্জিলিংয়ের পাহাড় ও সমতল মিলিয়ে রয়েছেন ৫ জন। প্রতীকী ছবি। 
advertisement
2/5
*পাহাড়ে সন্ধান মিলেছে ইউকে স্ট্রেন আক্রান্তও। তিনজনের দেহে ইউকে স্ট্রেনের হদিস মিলেছে। সংগৃহীত ছবি। 
*পাহাড়ে সন্ধান মিলেছে ইউকে স্ট্রেন আক্রান্তও। তিনজনের দেহে ইউকে স্ট্রেনের হদিস মিলেছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*গত মে মাসে নমুনা পাঠানো হয়েছিল কল্যানীতে। মঙ্গলবার রিপোর্ট এসেছে। তবে আক্রান্তরা আপাতত সকলেই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
*গত মে মাসে নমুনা পাঠানো হয়েছিল কল্যানীতে। মঙ্গলবার রিপোর্ট এসেছে। তবে আক্রান্তরা আপাতত সকলেই সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*তবে উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গে। প্রশাসনও সতর্ক।  ইতিমধ্যেই শিলিগুড়ি ও মাটিগাড়ার বাজার ও মার্কেট ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে ১ দিন করে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। সংগৃহীত ছবি। 
*তবে উদ্বেগ বেড়েছে উত্তরবঙ্গে। প্রশাসনও সতর্ক।  ইতিমধ্যেই শিলিগুড়ি ও মাটিগাড়ার বাজার ও মার্কেট ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে ১ দিন করে বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*উল্লেখ্য, পাহাড়ে অর্থনীতির মূলে পর্যটন হলেও করোনা নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া না থাকলে পাহাড়ে প্রিওএশের অনুমতি দেওয়া হচ্ছে না। সংগৃহীত ছবি।
*উল্লেখ্য, পাহাড়ে অর্থনীতির মূলে পর্যটন হলেও করোনা নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া না থাকলে পাহাড়ে প্রিওএশের অনুমতি দেওয়া হচ্ছে না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement