করোনা ভাইরাসের জেরে চাকরি হারাতে চলেছেন প্রায় ১৩.৬ কোটি মানুষ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ভারেতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন ৷ ফলে আর্থিক ব্যবস্থার উপর চাপ পড়বে ৷
করোনা ভাইরাস মহামারীর জেরে গোটা বিশ্বে এক ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে ৷ এই মহামারীর প্রকোপ থেকে বাঁচতে বিভিন্ন শহরে লকডাউন জারি করা হয়েছে ৷ ভারেতও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন ৷ ফলে আর্থিক ব্যবস্থার উপর চাপ পড়বে ৷ বিভিন্ন দেশে এর জন্য আর্থিক সঙ্কট দেখা দিতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
উত্তরপ্রদেশের আগ্রায় যেখানে তাজমহল দেখার জন্য প্রায় গোটা বছরই পর্যটকদের ভিড় থাকে সেখানে চারিদিকে এখন কেবল নীরবতা ৷ ফেব্রুয়ারি ২০২০ পর এখানে পর্যটকদের সংখ্যা বিপুল হারে কমে গিয়েছে ৷ বিভিন্ন ট্রাভেল এজেন্সির হাজার হাজার মানুষ এখন বাড়িতে বসে রয়েছে৷ এজেন্সিগুলির বাস ও গাড়ি সব এখন বন্ধ পড়ে রয়েছে ৷
advertisement
একটি ট্রাভেল এজেন্সির অপারেটর সুনীল গুপ্তা জানিয়েছেন, এখন যা পরিস্থিতি তাতে সেপ্টেম্বর মাস পর্যন্ত পর্যটকদের আসার কোনও সম্ভাবান নেই ৷ এই পরিস্থিতিতে কর্মচারীদের বাড়িতে বসে বেতন দিতে হবে ৷ সুনীল গুপ্তার বেশ বড় একটি ট্রাভেল এজেন্সি রয়েছে ৷ তাই তিনি এই পদক্ষেপ নিতে পারছেন ৷ কিন্তু যে ট্রাভেল সংস্থাগুলি খুব একটা বড় নয় তাদের পক্ষে বাড়িতে বসে বেতন দেওয়া প্রায় অসম্ভব ৷ ফলে আগামী দিনে তারা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ করোনার জেরে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement