Cooch Behar Tourism: পাখি প্রেমীদের জন্য সুখবর! ছোট্ট ছুটিতে চলে যান 'রসিকবিল মিনি জু'! জানুন

Last Updated:
Cooch Behar Tourism: পাখিদের আনাগোনা এই জু-তে! তবে শুধু পাখি নয় আছে কুমির, চিতা আরও অনেক কিছু! ছোট্ট ছুটিতে বেড়িয়ে আসুন 'রসিকবিল মিনি জু'! রইল ঠিকানা!
1/6
 কোচবিহার জেলার একটি অন্যতম মহকুমা শহর হল তুফানগঞ্জ। আরে তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত চেংটিমারি বা বোচামারি এলাকায় যে ছোট চিড়িয়াখানাটি গড়ে উঠেছে তার নাম রসিকবিল মিনি জু। একটা সময় এই জায়গাটি বোচামারি চিড়িয়াখানা নামে পরিচিত থাকলেও বর্তমানে এর নাম সম্পূর্ণরূপে রসিকবিল মিনি জু রাখা হয়েছে। বছরের যে কোন সময়ে যে কোন মরশুমেই এখানে বেড়াতে আসা সম্ভব। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
কোচবিহার জেলার একটি অন্যতম মহকুমা শহর হল তুফানগঞ্জ। আরে তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত চেংটিমারি বা বোচামারি এলাকায় যে ছোট চিড়িয়াখানাটি গড়ে উঠেছে তার নাম রসিকবিল মিনি জু। একটা সময় এই জায়গাটি বোচামারি চিড়িয়াখানা নামে পরিচিত থাকলেও বর্তমানে এর নাম সম্পূর্ণরূপে রসিকবিল মিনি জু রাখা হয়েছে। বছরের যে কোন সময়ে যে কোন মরশুমেই এখানে বেড়াতে আসা সম্ভব। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
2/6
এখানে শুধুমাত্র স্থানীয় পর্যটকেরাই নয়, বাইরে থেকেও প্রচুর পর্যটকেরা বেড়াতে আসেন। বাইকে কিংবা গাড়িতে উভয় মাধ্যমেই এখানে আসা সম্ভব।  রসিকবিল   রসিকবিল মিনি জু-এর ঠিকানা: Rasikbil Mini Zoo, Chengtimari, Tufanganj, Cooch Behar, West Bengal, 736159  রসিকবিল মিনি জু-এর ফোন নম্বর: 03582-227 728 ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
এখানে শুধুমাত্র স্থানীয় পর্যটকেরাই নয়, বাইরে থেকেও প্রচুর পর্যটকেরা বেড়াতে আসেন। বাইকে কিংবা গাড়িতে উভয় মাধ্যমেই এখানে আসা সম্ভব। রসিকবিল রসিকবিল মিনি জু-এর ঠিকানা: Rasikbil Mini Zoo, Chengtimari, Tufanganj, Cooch Behar, West Bengal, 736159 রসিকবিল মিনি জু-এর ফোন নম্বর: 03582-227 728 ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
3/6
রসিকবিল মিনি জু খোলা এবং বন্ধের সময় ও প্রবেশ মূল্য: এই মিউজিয়ামে প্রবেশ করতে হলে বিশেষ কোনো নিয়ম নেই। সকাল ৯টা থেকে এই চিড়িয়াখানাটি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এবং এটি বন্ধ করা হয় বিকেল 4টের সময়। একটা সময় এখানে প্রবেশ করার জন্য ২০ টাকা মূল্যের টিকিট কাটতে হত। তবে বর্তমান সময়ে কোন টিকিট কাটার প্রয়োজন পড়ে না এখানে প্রবেশ করতে হলে।( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
রসিকবিল মিনি জু খোলা এবং বন্ধের সময় ও প্রবেশ মূল্য: এই মিউজিয়ামে প্রবেশ করতে হলে বিশেষ কোনো নিয়ম নেই। সকাল ৯টা থেকে এই চিড়িয়াখানাটি পর্যটকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এবং এটি বন্ধ করা হয় বিকেল 4টের সময়। একটা সময় এখানে প্রবেশ করার জন্য ২০ টাকা মূল্যের টিকিট কাটতে হত। তবে বর্তমান সময়ে কোন টিকিট কাটার প্রয়োজন পড়ে না এখানে প্রবেশ করতে হলে।( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
4/6
  চিড়িয়াখানাটির দর্শনীয় বিষয়বস্তু: এই চিড়িয়াখানাটি একটি নিচু জলা জায়গার পার্শ্ববর্তী এলাকায় তৈরি করা হয়েছে। এই জোড়া জায়গাটিতে প্রচুর পাখির সমাহার লক্ষ্য করা যায়। এছাড়াও চিড়িয়াখানাটির সামনের অংশে রয়েছে ম্যাকাও (Macaw) প্রজাতির টিয়া পাখি। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
চিড়িয়াখানাটির দর্শনীয় বিষয়বস্তু: এই চিড়িয়াখানাটি একটি নিচু জলা জায়গার পার্শ্ববর্তী এলাকায় তৈরি করা হয়েছে। এই জোড়া জায়গাটিতে প্রচুর পাখির সমাহার লক্ষ্য করা যায়। এছাড়াও চিড়িয়াখানাটির সামনের অংশে রয়েছে ম্যাকাও (Macaw) প্রজাতির টিয়া পাখি। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
5/6
এখানে মূলত লাল নীল হলুদ এবং সবুজ এই চারটি রঙের ম্যাকাও পাখির দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে সিলভার ফেজ্যান্টা (Silver Pheasant)। মূলত চীন দেশের দক্ষিণাংশ থেকে শুরু করে পশ্চিমের রেড রিভার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ঘন ঝোপঝার যুক্ত উচু জঙ্গল রয়েছে সেখানে এদের লক্ষ্য করে যায়।  চিড়িয়াখানাটির ভেতরের কিছুটা অংশে রয়েছে আরও কিছু পাখি। এখানে সমস্ত পাখিগুলো রয়েছে সেগুলি হল। ময়ূর (Peacoc), লাল বনমুরগি , সোনালি মথুরা বা চিনা মথুরা (Golden Pheasant)। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
এখানে মূলত লাল নীল হলুদ এবং সবুজ এই চারটি রঙের ম্যাকাও পাখির দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে সিলভার ফেজ্যান্টা (Silver Pheasant)। মূলত চীন দেশের দক্ষিণাংশ থেকে শুরু করে পশ্চিমের রেড রিভার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ঘন ঝোপঝার যুক্ত উচু জঙ্গল রয়েছে সেখানে এদের লক্ষ্য করে যায়। চিড়িয়াখানাটির ভেতরের কিছুটা অংশে রয়েছে আরও কিছু পাখি। এখানে সমস্ত পাখিগুলো রয়েছে সেগুলি হল। ময়ূর (Peacoc), লাল বনমুরগি , সোনালি মথুরা বা চিনা মথুরা (Golden Pheasant)। ( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
6/6
সোনালি মথুরা বা চিনা মথুরা হচ্ছে গ্যালিফর্মিস বর্গের ফ্যাজিয়ানিডি পরিবারের খুবই সুন্দর একটি পাখি। পশ্চিম চীনের স্থানীয় পাখি তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এ পাখিটি নিয়ে ছাড়া হয়েছে। পৃথিবীর হাতে গোণা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এ প্রজাতিটি একটি অন্যতম প্রজাতি।  পার্কের পেছনের নিচু জলাভূমির একটা অংশে রয়েছে কিছু ঘড়িয়াল (Fish Eating Crocodile)। এছাড়াও তার পাশেই রয়েছে কিছু কচ্ছপ (Tortoise)। এছাড়াও পার্কের একটি অংশে রাখা হয়েছে কিছু হরিণ (Dee) এবং একটি চিতা বাঘ (Leopard)।( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
সোনালি মথুরা বা চিনা মথুরা হচ্ছে গ্যালিফর্মিস বর্গের ফ্যাজিয়ানিডি পরিবারের খুবই সুন্দর একটি পাখি। পশ্চিম চীনের স্থানীয় পাখি তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এ পাখিটি নিয়ে ছাড়া হয়েছে। পৃথিবীর হাতে গোণা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এ প্রজাতিটি একটি অন্যতম প্রজাতি। পার্কের পেছনের নিচু জলাভূমির একটা অংশে রয়েছে কিছু ঘড়িয়াল (Fish Eating Crocodile)। এছাড়াও তার পাশেই রয়েছে কিছু কচ্ছপ (Tortoise)। এছাড়াও পার্কের একটি অংশে রাখা হয়েছে কিছু হরিণ (Dee) এবং একটি চিতা বাঘ (Leopard)।( লেখা ও ছবি: সার্থক পন্ডিত )
advertisement
advertisement
advertisement