নিষ্ক্রিয় হয়ে যাওয়ার আগে বাঁচান নিজের প্যান কার্ডটিকে, দেখে নিন কী করতে হবে!

Last Updated:
সরকার তো এই নিয়ে অনেক দফায় প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল। শেষ এসে যা ঠেকেছে ৩০ জুন, ২০২৩ তারিখে।
1/8
প্রশ্ন তুলতেই পারেন যে কেউ- খামোখা প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে কেন!আসলে সরকার তো এই নিয়ে অনেক দফায় প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল।
প্রশ্ন তুলতেই পারেন যে কেউ- খামোখা প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে কেন!আসলে সরকার তো এই নিয়ে অনেক দফায় প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়াল।
advertisement
2/8
শেষ এসে যা ঠেকেছে ৩০ জুন, ২০২৩ তারিখে। এর পরে আধারের সঙ্গে লিঙ্ক না করালে যে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে, সে বিষয়ে সতর্কতাও জারি করেছে আয়কর দফতর।
শেষ এসে যা ঠেকেছে ৩০ জুন, ২০২৩ তারিখে। এর পরে আধারের সঙ্গে লিঙ্ক না করালে যে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে, সে বিষয়ে সতর্কতাও জারি করেছে আয়কর দফতর।
advertisement
3/8
তা, প্যান আর আধার যদি আগে থেকেই লিঙ্ক করা থাকে? যাচাই করে নেওয়া যায়-  আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়:
তা, প্যান আর আধার যদি আগে থেকেই লিঙ্ক করা থাকে? যাচাই করে নেওয়া যায়- আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা অনলাইনে যাচাই করার উপায়:
advertisement
4/8
ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে। এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে।
ট্যাক্স ই-ফাইলিংয়ের ওয়েবসাইটে incometax.gov.in/iec/foportal/ যেতে হবে। পেজের বাঁদিকে ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনে যেতে হবে। ওই সেকশনের ‘লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করতে হবে। এখানে নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২-ডিজিট আধার নম্বর দিতে হবে।
advertisement
5/8
প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
প্রয়োজনীয় তথ্য প্রদানের পর ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’ বিকল্পে ক্লিক করতে হবে। যাঁদের আধার আর প্যান কার্ড ইতিমধ্যেই লিঙ্ক করানো রয়েছে, তাঁদের আধার নম্বর স্ক্রিনে ভেসে উঠবে।
advertisement
6/8
আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়:  567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number>  আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
আধার-প্যান লিঙ্ক আছে কি না, তা এসএমএস-এর মাধ্যমে যাচাই করার উপায়: 567678 অথবা 56161- এই দুই নম্বরে এসএমএস পাঠানো যেতে পারে এই ফরম্যাটে: UIDPAN <12 digit Aadhaar number> <10 digit PAN number> আধার আর প্যান লিঙ্ক করা থাকলে কমফার্মেশন মেসেজ এসে যাবে ফোনে।
advertisement
7/8
আর যদি না করা থাকে লিঙ্ক?  incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে। ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে।
আর যদি না করা থাকে লিঙ্ক? incometaxindiaefiling.gov.in/ -এ যেতে হবে। ‘ক্যুইক লিঙ্ক’ সেকশনের ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। প্যান এবং আধার নম্বর প্রদান করতে হবে।
advertisement
8/8
আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে। ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে। আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে। এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
আধার তথ্যের পাশাপাশি প্যানের তথ্য ভেরিফাই করতে হবে। ম্যাচ করলেই আধার নম্বর দিয়ে ‘লিঙ্ক নাও’ অপশনে ক্লিক করতে হবে। আধার-প্যানের সফল লিঙ্কিং কনফার্মেশনের পপ-আপ মেসেজ আসবে। এছাড়াও UTIITSL অথবা e-gov NSDL ওয়েবসাইটে গিয়েও প্যান-আধার লিঙ্ক করানো যাবে।
advertisement
advertisement
advertisement