ITR ফাইল করার পরেও রিফান্ড মেলেনি? কী কী কারণে আপনার টাকা আটকে যেতে পারে জানুন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Refund: কর বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় রিফান্ড পেতে দেরি হয়। এতে চিন্তার কিছু নেই। কিন্তু প্রশ্ন হল, কেন দেরি হয়? রিফান্ড পেতে সর্বোচ্চ কত দিন সময় লাগতে পারে?
২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বছর ৭.২৮ কোটি রিটার্ন জমা পড়েছে। যা গত বছরের তুলনায় ৭.৫ শতাংশ বেশি। দেখা গিয়েছে, কেউ কেউ রিটার্ন দাখিলের ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড পেয়ে গিয়েছেন। কাউকে ১৫ দিন অপেক্ষা করতে হয়েছে। আবার কারও কারও ক্ষেত্রে এক মাস কেটে গেলেও রিফান্ড ঢোকেনি।
advertisement
কর বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় রিফান্ড পেতে দেরি হয়। এতে চিন্তার কিছু নেই। কিন্তু প্রশ্ন হল, কেন দেরি হয়? রিফান্ড পেতে সর্বোচ্চ কত দিন সময় লাগতে পারে? সাধারণত আয়কর বিভাগ ১৫ দিন থেকে এক মাসের মধ্যে করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড পাঠিয়ে দেয়। তবে বিভিন্ন কারণে সময় বেশি লাগতে পারে। এই কারণগুলো জানা গুরুত্বপূর্ণ। তবেই করদাতা বুঝতে পারবেন, রিফান্ড পেতে গেলে তাঁকে কী করতে হবে।
advertisement
করদাতা কোন ফর্ম পূরণ করছেন, তার উপরেও কতটা সময় লাগবে নির্ভর করে। যেমন আইটিআর ১ এবং আইটিআর ৪ ফর্ম অপেক্ষাকৃত সহজ, তাড়াতাড়ি রিফান্ড পাওয়া যায়। আবার আইটিআর ২ এবং আইটিআর ৩ ফর্ম কিছুটা জটিল, আয়কর বিভাগকে খুঁটিয়ে পরীক্ষা করতে হয়। ফলে সময় বেশি লাগে। ভুল তথ্য দিলেও সমস্যা হয়, আয়কর বিভাগ তখন সংশোধন করতে বলবে। এটাও দেরির অন্যতম কারণ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement