গুরুত্বপূর্ণ এই স্কিমটি বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ আর্থিক বছর ২০১৯-২০ এর বাজেটে এই স্কিম চালু করার ঘোষণা করেছিলেন ৷
advertisement
advertisement
অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ আর্থিক বছর ২০১৯-২০ এর বাজেটে এই স্কিম চালু করার ঘোষণা করেছিলেন ৷ এই স্কিমের উদ্দেশ্য ছিল যাদের বকেয়া টাকা জমা দেওয়া বাকি রয়েছে তাদের কিছু ছাড় দিয়ে এই সমস্ত বিবাদ মিটিয়ে ফেলা ৷ পয়লা সেপ্টেম্বর ২০১৯ থেকে মাত্র চার মাসের জন্য এই স্কিম চালু করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই স্কিমের মাধ্যমে সরকারের কাছে প্রায় ৫৫৬৯৩ টি আবেদন জমা পড়েছে ৷ এর মধ্যে মোট ২৯,৫৫৭.৩ কোটি টাকার ট্যাক্স বিবাদের সঙ্গে যুক্ত ৷ এই স্কিমের মাধ্যমে যাদের বকেয়া ট্যাক্স পড়ে রয়েছে তাদের ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধা দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সুদ ও জরিমানাতেও ছাড় দেওয়া হয়েছে ৷