মাত্র ১০০ টাকা সেভিংস করে আয় করতে পারবেন মোটা টাকা, মিলবে সরকারি গ্যারেন্টিও....

Last Updated:
এরকম একাধিক স্কিম পোস্ট অফিসে রয়েছে যেখানে ছোট অঙ্কের টাকা ইনভেস্ট করে বেশি রিটার্ন পেতে পারবেন ৷
1/4
ইনভেস্ট করার সময় সকলেই প্রথমে দেখেন যে কত টাকা রিটার্নে পাবেন এবং তার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে ৷ অনেকেরই ধারনা রয়েছে যে ভাল রিটার্নের জন্য বেশি টাকা ইনভেস্ট করতে হয় ৷ তবে এই ভাবনাটি সঠিক নয় ৷ অনেক সময় অল্প টাকা ইনভেস্ট করেও বড় ফান্ড জমাতে পারবেন ৷ এরকম একাধিক স্কিম পোস্ট অফিসে রয়েছে যেখানে ছোট অঙ্কের টাকা ইনভেস্ট করে বেশি রিটার্ন পেতে পারবেন ৷ এরকমই একটি স্কিমে ১০০ টাকা প্রতি মাসে জমা করে মোটা টাকা আয় করতে পারবেন ৷
ইনভেস্ট করার সময় সকলেই প্রথমে দেখেন যে কত টাকা রিটার্নে পাবেন এবং তার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে ৷ অনেকেরই ধারনা রয়েছে যে ভাল রিটার্নের জন্য বেশি টাকা ইনভেস্ট করতে হয় ৷ তবে এই ভাবনাটি সঠিক নয় ৷ অনেক সময় অল্প টাকা ইনভেস্ট করেও বড় ফান্ড জমাতে পারবেন ৷ এরকম একাধিক স্কিম পোস্ট অফিসে রয়েছে যেখানে ছোট অঙ্কের টাকা ইনভেস্ট করে বেশি রিটার্ন পেতে পারবেন ৷ এরকমই একটি স্কিমে ১০০ টাকা প্রতি মাসে জমা করে মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement
2/4
এই বিশেষ স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৷ এই স্কিমে আরও অন্যান্য সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই রেকারিং ডিপোজিটে ছোট ছোট কিস্তিতে সুদের হার ও সরকারি গ্যারেন্টি স্কিম ৷ পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য খোলা যায় ৷ তবে কিছু ব্যাঙ্ক ৬ মাস থেকে ১ বছর, দু’বছর বা তিন বছরের জন্য আরডি করা যেতে পারে ৷ রেকারিং ডিপোজিটে সুদের হার ত্রৈমাসিকে হিসেবে দেওয়া হয় ৷ এতে প্রত্যেক তিন মাস শেষে অ্যাকাউন্টে কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করে দেওয়া হয় ৷
এই বিশেষ স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৷ এই স্কিমে আরও অন্যান্য সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই রেকারিং ডিপোজিটে ছোট ছোট কিস্তিতে সুদের হার ও সরকারি গ্যারেন্টি স্কিম ৷ পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য খোলা যায় ৷ তবে কিছু ব্যাঙ্ক ৬ মাস থেকে ১ বছর, দু’বছর বা তিন বছরের জন্য আরডি করা যেতে পারে ৷ রেকারিং ডিপোজিটে সুদের হার ত্রৈমাসিকে হিসেবে দেওয়া হয় ৷ এতে প্রত্যেক তিন মাস শেষে অ্যাকাউন্টে কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করে দেওয়া হয় ৷
advertisement
3/4
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ হিসেবে সুদ মিলছে ৷ নতুন রেট ১ এপ্রিল ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ সমস্ত ছোট সেভিংসে সুদের হার প্রত্যেক ত্রৈমাসিক হিসেবে ঘোষণা করা হয় ৷
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত রেকারিং ডিপোজিটে ৫.৮ শতাংশ হিসেবে সুদ মিলছে ৷ নতুন রেট ১ এপ্রিল ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ সমস্ত ছোট সেভিংসে সুদের হার প্রত্যেক ত্রৈমাসিক হিসেবে ঘোষণা করা হয় ৷
advertisement
4/4
পোস্ট অফিসের আরডি স্কিমে ন্যূনতম ১০০ টাকা সেভিংস করতে পারবেন ৷ এর থেকে বেশি ১০ টাকার মাল্টিপলে করতে পারবেন ৷ অধিকতম টাকা জমার কোনও লিমিট নেই ৷ নিজের নামে একাধিক আরডি খুলতে পারবেন গ্রাহকরা ৷ তবে খেয়াল রাখতে হবে সেটা নিজের নামে খুলতে হবে ৷ পরিবার বা সংস্থার নামে হবে না ৷ জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে ৷
পোস্ট অফিসের আরডি স্কিমে ন্যূনতম ১০০ টাকা সেভিংস করতে পারবেন ৷ এর থেকে বেশি ১০ টাকার মাল্টিপলে করতে পারবেন ৷ অধিকতম টাকা জমার কোনও লিমিট নেই ৷ নিজের নামে একাধিক আরডি খুলতে পারবেন গ্রাহকরা ৷ তবে খেয়াল রাখতে হবে সেটা নিজের নামে খুলতে হবে ৷ পরিবার বা সংস্থার নামে হবে না ৷ জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়েছে ৷
advertisement
advertisement
advertisement