• Paytm: এই অ্যাপ ব্যবহার করে তেল কিনলে ৭,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে ৷ ২০১৯-এর ১ অগস্ট পর্যন্ত এই অফারটির বৈধতা থাকবে ৷ ৪৮ ঘণ্টার মধ্যে Paytm ওয়েলেটে টাকা চলে আসবে ৷ পাম্পে গিয়ে তেল ভরার আগেই Paytm-র অপশনটি সিলেক্ট করে রাখতে হবে ৷ প্রতি দশম ট্রানজাকশনে ১৩৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে ৷
• PhonePe: এই অ্যাপের মাধ্যমে আপনি জ্বালানির উপর ৪০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ৷ তবে ৪০ টাকা আপনি হাতে পাবেন না ৷ মোবাইল ওয়ালেটে পেয়ে যাবেন ৪০ টাকা ক্যাশব্যাক ৷ তার জন্য অবশ্য ১০০ টাকা বা তার অধিক টাকার তেল কিনতে হবে ৷ শুধু তাই নয়, অ্যাপটি ডাউনলোড করলে প্রথমবার পেট্রোল কেনার জন্য ১০০ টাকার গিফ্ট ভাউচার দেওয়া হবে ৷ অ্যাপটি শেয়ার করলেও পেয়ে যাবেন ১০০ টাকার একটি গিফ্ট ভাউচার ৷