Savings Account: সেভিংস অ্যাকাউন্টে মিলবে ফিক্সড ডিপজিটের হারে সুদ, শুধু চালু করুন এই ফিচার, দেখুন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Savings Account: যদি বলা হয়, সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের হারে সুদ মিলবে, তাহলে অনেকেই বিশ্বাস করবেন না। কিন্তু এটাই সত্যি।
advertisement
অটো সুইপ ফেসিলিটি কী: অটো সুইপ ফেসিলিটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্টের লিমিট নির্ধারণ করা হয়। লিমিট পেরিয়ে গেলেই বাকি টাকা আপনা আপনিই ফিক্সড ডিপোজিটে চলে যাবে। তখন সেই পরিমাণের পর এফডি-র হারে সুদ দেবে ব্যাঙ্ক। আবার ব্যালেন্স কম থাকলে এফডি-র টাকা স্বয়ংক্রিয়ভাবে সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। এভাবে একই অ্যাকাউন্ট থেকে এফডি এবং সেভিংসের সুবিধা পেতে পারেন গ্রাহক।
advertisement
অটো সুইপ ফেসিলিটির সুবিধা: ফিক্সড ডিপোজিটে ৫ থেকে ৭ শতাংশ হারে সুদ পান গ্রাহক। সেই তুলনায় সেভিংস অ্যাকাউন্টের সুদ কম। এখন অটো সুইপ ফেসিলিটি অ্যাক্টিভেট করলে সেভিংস অ্যাকাউন্টেও এফডি-র হারে রিটার্ন পাওয়া যাবে। তাছাড়া ফিক্সড ডিপোজিটে লক ইন পিরিয়ড থাকে। তার আগে টাকা তুললে জরিমানা দিতে হয়। সেভিংস অ্যাকাউন্টে অটো সুইপ চালু করলে এফডি-র হারে সুদ মিললেও লক ইন পিরিয়ডের ঝামেলা পোহাতে হবে না। গ্রাহক যখন খুশি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement
-এই লিঙ্কে ক্লিক করে গ্রাহক যে অ্যাকাউন্টে এই ফিচার চালু করতে চান, সেটা লিখতে হবে। এরপর বাছতে হবে পরিমাণ এবং ডিপোজিটের সময়সীমা।-এবার ‘ওকে’ অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে। এখানে ওটিপি, পিন বা পাসওয়ার্ড দিতে হতে পারে। কয়েকদিনের মধ্যেই এই ফিচার চালু হয়ে যাবে।
-YONO অ্যাপে অটো সুইপ ফেসিলিটি চালুর পদ্ধতি: মেনু থেকে ফিক্সড ডিপোজিট অপশন খুলতে হবে।
advertisement