মাত্র ১ লক্ষ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন অত্যাধুনিক ফিচার্স-সহ মারুতির এই দুর্দান্ত গাড়ি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন মারুতির সুজুকির এই মডেলের দাম এবং লেটেস্ট ফিচার্স ৷
বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে জনপ্রয়ি গাড়িগুলির মধ্যে একটি হচ্ছে মারুতি সুজুকি স্যুইফ্ট ৷ Maruti Swift ZXI Plus এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভেরিয়েন্টের মধ্যে একটি ৷ এই ভেরিয়েন্টের দাম ৮.২১ লক্ষ টাকা (এক্স শোরুম) ৷ ম্যানুয়াল ট্রান্সমিশনের এই পেট্রোল কারের মাইলেজ দুর্দান্ত ৷ 23.2 kmpl মাইলেজ দিয়ে থাকে এই মডেল ৷
advertisement
মান্থলি EMI ও সুদের হার Maruti Swift ZXI ভেরিয়েন্টের অনরোড প্রাইস ৮,৪৬,৩৫৫ টাকা ৷ আপনি যদি কেবল ১ লক্ষ টাকা ডাউনপেমেন্ট করেন (অন রোডের সঙ্গে প্রসেসিং ফি ও প্রথম মাসের ইএমআই) তাহলে ৯ শতাংশ সুদের হার হিসেবে আপনাকে ৭,৪৬,৩৫৫ টাকা কার লোন পেয়ে যাবেন ৷ কারদেখো ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, আপনাকে ৫ বছরের জন্য প্রতি মাসে ১৫,৪৯৩ টাকা ইএমআই দিতে হবে ৷ Maruti Swift ZXI এর জন্য কার লোনের ক্ষেত্রে আপনাকে ৫ বছরের জন্য ১.৮৩ লক্ষ টাকা সুদ হিসেবে দিতে হবে ৷
advertisement
advertisement