হাত পড়বে বেতনে, এখন যা পাচ্ছেন, আরও কম মিলবে প্যান আধার লিঙ্ক না থাকলে ? জেনে নিন

Last Updated:
যে সব অসুবিধায় পড়তে হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি অনেকেই। সেগুলো কী, দেখে নেওয়া যাক এক নজরে।
1/6
গণ্ডগোল একটা বাধতে চলেছে বেশ ভাল রকমেরই! সবার ক্ষেত্রে নয় অবশ্য়ই- একমাত্র তাঁদের ক্ষেত্রেই, যাঁরা নিয়ম অনুযায়ী প্যান এবং আধার লিঙ্ক করানোর আওতায় পড়েন। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। এবার সেটা যদি না করানো থাকে, তাহলে সবার আগে নিষ্ক্রিয় করে দেওয়া হবে প্যান কার্ড।
গণ্ডগোল একটা বাধতে চলেছে বেশ ভাল রকমেরই! সবার ক্ষেত্রে নয় অবশ্য়ই- একমাত্র তাঁদের ক্ষেত্রেই, যাঁরা নিয়ম অনুযায়ী প্যান এবং আধার লিঙ্ক করানোর আওতায় পড়েন। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। এবার সেটা যদি না করানো থাকে, তাহলে সবার আগে নিষ্ক্রিয় করে দেওয়া হবে প্যান কার্ড।
advertisement
2/6
এটা ঠিক যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও তা পুনরায় সক্রিয় করা যাবে। তবে তাতে সময় লাগবে। আর তার মাঝে যে সব অসুবিধায় পড়তে হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি অনেকেই। সেগুলো কী, দেখে নেওয়া যাক এক নজরে।
এটা ঠিক যে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও তা পুনরায় সক্রিয় করা যাবে। তবে তাতে সময় লাগবে। আর তার মাঝে যে সব অসুবিধায় পড়তে হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি অনেকেই। সেগুলো কী, দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
3/6
- টিডিএস/টিসিএস ডিডাকশন এখন যা হয়, তার থেকে অনেক বেশি মাত্রায় হতে পারে। ফলে, বর্তমানে ওটা কেটে যা বেতন পাওয়া যায়, তার থেকেও কম পরিমাণ টাকা হাতে আসবে।  - এনএসই, বিএসই সংক্রান্ত সব রকমের বিনিয়োগের দরজায় তালা পড়ে যাবে, আর্থিক মুনাফার মুখ দেখা বন্ধ হয়ে যাবে একরকম বলতে গেলে।
- টিডিএস/টিসিএস ডিডাকশন এখন যা হয়, তার থেকে অনেক বেশি মাত্রায় হতে পারে। ফলে, বর্তমানে ওটা কেটে যা বেতন পাওয়া যায়, তার থেকেও কম পরিমাণ টাকা হাতে আসবে। - এনএসই, বিএসই সংক্রান্ত সব রকমের বিনিয়োগের দরজায় তালা পড়ে যাবে, আর্থিক মুনাফার মুখ দেখা বন্ধ হয়ে যাবে একরকম বলতে গেলে।
advertisement
4/6
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না ঠিকই, তবে ব্যাঙ্কের ক্ষেত্রে এই কয়েকটা সমস্যায় পড়তে হতে পারে: - ৫০ হাজার টাকার উপরের অঙ্ক ফিক্সড ডিপোজিট করা - ৫০ হাজার টাকার উপরের অঙ্ক জমা করা - নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড পাওয়া যাবে না
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না ঠিকই, তবে ব্যাঙ্কের ক্ষেত্রে এই কয়েকটা সমস্যায় পড়তে হতে পারে: - ৫০ হাজার টাকার উপরের অঙ্ক ফিক্সড ডিপোজিট করা - ৫০ হাজার টাকার উপরের অঙ্ক জমা করা - নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড পাওয়া যাবে না
advertisement
5/6
- মিউচুয়াল ফান্ড নিয়েও সমস্যা হবে, বিনিয়োগ তো দূর অস্ত, টাকা প্রত্যাহার করাও মুশকিল হয়ে উঠবে।  - ৫০ হাজার টাকার উপরের অঙ্কে বৈদেশিক মুদ্রা কেনা যাবে না দরকার হলেও। অর্থাৎ বৈদেশিক উচ্চশিক্ষা বা নেহাত সাধের বিদেশ ভ্রমণ নিয়েও গোলযোগ দেখা দেবে।
- মিউচুয়াল ফান্ড নিয়েও সমস্যা হবে, বিনিয়োগ তো দূর অস্ত, টাকা প্রত্যাহার করাও মুশকিল হয়ে উঠবে। - ৫০ হাজার টাকার উপরের অঙ্কে বৈদেশিক মুদ্রা কেনা যাবে না দরকার হলেও। অর্থাৎ বৈদেশিক উচ্চশিক্ষা বা নেহাত সাধের বিদেশ ভ্রমণ নিয়েও গোলযোগ দেখা দেবে।
advertisement
6/6
তাহলে কি সময় থাকতে থাকতে প্যান আর আধার লিঙ্ক করিয়ে নেওয়াই উচিত নয়?
তাহলে কি সময় থাকতে থাকতে প্যান আর আধার লিঙ্ক করিয়ে নেওয়াই উচিত নয়?
advertisement
advertisement
advertisement