PAN না থাকলে কি ১ এপ্রিল থেকে অবৈধ হবে আধারও! জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আধারের জন্য আবেদন করার ঠিক আগের ১২ মাসে অন্তত ১৮২ দিন এদেশে বসবাস করতে হবে তাঁকে। তবেই আধার পাওয়া যাবে।
advertisement
advertisement
১৯৬১ সালের আয়কর আইনের ১৩৯এএএ ধারা অনুযায়ী আধার কার্ড পেতে পারেন এমন সমস্ত ভারতীয় নাগরিকের PAN-এর সঙ্গে তা সংযুক্ত করতে হবে। এবিষয়ে ২০১৭ সালে দায়ের হওয়া এক মামলায় সুপ্রিম কোর্টও ১৩৯এএএ ধারা বহাল রাখার নির্দেশ দেয়। সেখানে বলা হয় ১ জুলাই ২০১৭ সালের পর যে সমস্ত নাগরিকের কাছে PAN রয়েছে, তাঁরা যদি আধার কার্ড পাওয়ার যোগ্য হন, তবে ওই দুই নথি সংযুক্ত করিয়ে নিতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
PAN নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্কিং-এর ক্ষেত্রেও নানা অসুবিধা হবে। যেমন— ১. নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। ২. ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না। ৩. ৫০,০০০ টাকার বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট ক্রয় করা যাবে না। ৪. দিনে ৫০,০০০ টাকার বেশি নগদ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করা যাবে না। ৫. দিনে ৫০,০০০ টাকার বেশি ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডার ক্রয় করা যাবে না। ৬. এককালীন দু’লক্ষ টাকার বেশি দামি কোনও পণ্য ক্রয় বা বিক্রয় করা যাবে না।
advertisement
৭. নিধি, নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন (NBFCs) ইত্যাদির ক্ষেত্রেও এককালীন ৫০,০০০ বা বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি লেনদেন করা যাবে না। ৮. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নির্দেশিকার অনুসারে ব্যাঙ্ক ড্রাফট, পে-অর্ডার বা ব্যাঙ্কারের চেকের মাধ্যমে এক আর্থিক বছরে ৫০ হাজার টাকার বেশি কাজ করা যাবে না।
advertisement