PAN 2.0 ছাড়া কি ফাইল করা যাবে না ইনকাম ট্যাক্স রিটার্ন? জানুন সমস্ত খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Pan 2.0: এরই মধ্যে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, PAN 2.0 ছাড়া কি ফাইল করা যাবে না ইনকাম ট্যাক্স রিটার্ন?
প্যান কার্ড দেশের ট্যাক্স সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি PAN 2.0 ভার্সন আনার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এটা বাধ্যতামূলক নয়। পুরনো প্যান কার্ডেই কাজ চালানো যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্যান কার্ডের মতো জরুরি নথির আধুনিক সংস্করণ যখন আসছে, তখন তার গুরুত্বও রয়েছে। এর ফিচার অনেক কাজে লাগবে। ব্যবসায়ী এবং করদাতাদের উপরেও প্রভাব পড়বে।
advertisement
KYC প্রক্রিয়াও সহজ হয়ে যাবে। বায়োমেট্রিক এনেবল PAN 2.0 আর্থিক প্রতিষ্ঠান এবং পরিষেবা প্রদানকারীদের জন্য KYC প্রক্রিয়া সহজতর করবে। তবে যাঁদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে, নতুন প্যান কার্ডের জন্য তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। আপগ্রেডেড সিস্টেমে বর্তমান বৈধ প্যান কার্ড কার্যকর থাকবে, যতক্ষণ না গ্রাহক আপডেট বা সংশোধনের আবেদন করেন। শুধু বিশেষ আপডেট বা সংশোধনের আবেদন করলে তবেই নতুন PAN 2.0 জারি করা হবে।
advertisement
পাশাপাশি নতুন PAN 2.0-তে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এগুলোর সমাধান করতে হবে, যেমন-
গোপনীয়তা উদ্বেগ: বায়োমেট্রিক ইন্টিগ্রেশনের সঙ্গে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানান্তর: বর্তমান প্যান কার্ড হোল্ডাররা নতুন সিস্টেমে স্থানান্তরকালে কিছু অসুবিধার মুখে পড়তে পারেন।
ডিজিটাল বিভাজন: গ্রামাঞ্চল বা যে যে সব এলাকায় এখনও সেভাবে প্রযুক্তি পৌঁছয়নি, সেখানকার মানুষদের PAN 2.0-এর অ্যাক্সেস দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে।
গোপনীয়তা উদ্বেগ: বায়োমেট্রিক ইন্টিগ্রেশনের সঙ্গে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানান্তর: বর্তমান প্যান কার্ড হোল্ডাররা নতুন সিস্টেমে স্থানান্তরকালে কিছু অসুবিধার মুখে পড়তে পারেন।
ডিজিটাল বিভাজন: গ্রামাঞ্চল বা যে যে সব এলাকায় এখনও সেভাবে প্রযুক্তি পৌঁছয়নি, সেখানকার মানুষদের PAN 2.0-এর অ্যাক্সেস দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement