Life Certificate জমা না দিলে কি পেনশন বন্ধ হয়ে যাবে? জেনে নিন

Last Updated:
এই বছরের মতো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মেয়াদও শেষের মুখে।
1/8
দেখতে দেখতে বছর ফুরিয়ে এল। নভেম্বর মাস চলছে। সেই সঙ্গে কিন্তু এই বছরের মতো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মেয়াদও শেষের মুখে। সারা নভেম্বর মাস জুড়েই যে কোনও কাজের দিনে ব্যাঙ্ক বা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের ঠিকানায় উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা করা যায়।
দেখতে দেখতে বছর ফুরিয়ে এল। নভেম্বর মাস চলছে। সেই সঙ্গে কিন্তু এই বছরের মতো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মেয়াদও শেষের মুখে। সারা নভেম্বর মাস জুড়েই যে কোনও কাজের দিনে ব্যাঙ্ক বা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের ঠিকানায় উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা করা যায়।
advertisement
2/8
কিন্তু কেউ যদি গিয়ে উঠতে না পারেন? শারীরিক অসুস্থতাজনিত কারণে বা অন্য শহর কিংবা দেশে বসবাসের কারণে? সেক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন কি বন্ধ হয়ে যাবে?
কিন্তু কেউ যদি গিয়ে উঠতে না পারেন? শারীরিক অসুস্থতাজনিত কারণে বা অন্য শহর কিংবা দেশে বসবাসের কারণে? সেক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন কি বন্ধ হয়ে যাবে?
advertisement
3/8
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে যে পেনশনভোগী যদি ৩০ নভেম্বর বা তার পরবর্তী ৩১ অক্টোবরের মধ্যেও লাইফ সার্টিফিকেট জমা করতে না পারেন, তাহলে ব্যাঙ্ক পেনশন বন্ধ করে দেবে। এক্ষেত্রে পেনশনভোগীর পিপিও-র টাকা মন্ত্রক ব্যাঙ্ককে সিপিএও-তে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে যে পেনশনভোগী যদি ৩০ নভেম্বর বা তার পরবর্তী ৩১ অক্টোবরের মধ্যেও লাইফ সার্টিফিকেট জমা করতে না পারেন, তাহলে ব্যাঙ্ক পেনশন বন্ধ করে দেবে। এক্ষেত্রে পেনশনভোগীর পিপিও-র টাকা মন্ত্রক ব্যাঙ্ককে সিপিএও-তে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে।
advertisement
4/8
অতএব, এটুকু বুঝতে অসুবিধা নেই যে লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন বন্ধ হয়ে যাবেই। তবে, কেউ যদি নভেম্বরেই তা করে উঠতে না পারেন, চিন্তার কোনও কারণ নেই, হাতে সময় থাকছে মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী পরের ৩১ অক্টোবর পর্যন্ত। তার পরেও যদি লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হয়, তখনই পেনশন বন্ধ করে দেওয়া হবে।
অতএব, এটুকু বুঝতে অসুবিধা নেই যে লাইফ সার্টিফিকেট জমা না পড়লে পেনশন বন্ধ হয়ে যাবেই। তবে, কেউ যদি নভেম্বরেই তা করে উঠতে না পারেন, চিন্তার কোনও কারণ নেই, হাতে সময় থাকছে মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী পরের ৩১ অক্টোবর পর্যন্ত। তার পরেও যদি লাইফ সার্টিফিকেট জমা না দেওয়া হয়, তখনই পেনশন বন্ধ করে দেওয়া হবে।
advertisement
5/8
এবার ধরা যাক, ৩০ নভেম্বর তো বটেই, পরের ৩১ অক্টোবরের মধ্যেও কারও পক্ষে লাইফ সার্টিফিকেট জমা করা সম্ভব হল না এবং স্বাভাবিক ভাবেই নিয়ম অনুসারে পেনশন বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে কী করণীয়?
এবার ধরা যাক, ৩০ নভেম্বর তো বটেই, পরের ৩১ অক্টোবরের মধ্যেও কারও পক্ষে লাইফ সার্টিফিকেট জমা করা সম্ভব হল না এবং স্বাভাবিক ভাবেই নিয়ম অনুসারে পেনশন বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে কী করণীয়?
advertisement
6/8
এক্ষেত্রেও উদ্বেগের কোনও কারণ নেই। কেন না, পেনশন ব্যক্তির ন্যায্য প্রাপ্য, জীবদ্দশায় তিনি সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। লাইফ সার্টিফিকেট জমা করার ব্যাপারে যদি সমস্যা হয়, তাহলে সবার প্রথমে দেরি না করে ব্যাঙ্কে একটা খবর দিয়ে রাখা উচিত। পরের ধাপে, যত শীঘ্র সম্ভব, লাইফ সার্টিফিকেট জমা করে আসতে হবে।
এক্ষেত্রেও উদ্বেগের কোনও কারণ নেই। কেন না, পেনশন ব্যক্তির ন্যায্য প্রাপ্য, জীবদ্দশায় তিনি সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। লাইফ সার্টিফিকেট জমা করার ব্যাপারে যদি সমস্যা হয়, তাহলে সবার প্রথমে দেরি না করে ব্যাঙ্কে একটা খবর দিয়ে রাখা উচিত। পরের ধাপে, যত শীঘ্র সম্ভব, লাইফ সার্টিফিকেট জমা করে আসতে হবে।
advertisement
7/8
ব্যাঙ্ক বা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের ঠিকানায় উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে যদি অসুবিধা থাকে, তাহলে তা অনলাইনে জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে জমা করা যায়। কেউ যদি তাতেও স্বচ্ছন্দ না হন, ব্যাঙ্কে খবর দিলেই হল। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ব্যাঙ্ককর্মী বাড়ি এসে ব্যক্তির সই বা টিপছাপ লাইফ সার্টিফিকেটের ফর্মে নিয়ে যাবেন, এ ব্যাপারে কথা বলে নিতে হবে ব্যাঙ্কের শাখার ম্যানেজারের সঙ্গে।
ব্যাঙ্ক বা পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের ঠিকানায় উপস্থিত হয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে যদি অসুবিধা থাকে, তাহলে তা অনলাইনে জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে জমা করা যায়। কেউ যদি তাতেও স্বচ্ছন্দ না হন, ব্যাঙ্কে খবর দিলেই হল। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ব্যাঙ্ককর্মী বাড়ি এসে ব্যক্তির সই বা টিপছাপ লাইফ সার্টিফিকেটের ফর্মে নিয়ে যাবেন, এ ব্যাপারে কথা বলে নিতে হবে ব্যাঙ্কের শাখার ম্যানেজারের সঙ্গে।
advertisement
8/8
তবে, পরিস্থিতি যাই হোক, লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে, অন্যথায় পেনশন পাওয়া যাবে না।
তবে, পরিস্থিতি যাই হোক, লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে, অন্যথায় পেনশন পাওয়া যাবে না।
advertisement
advertisement
advertisement