১৫ মার্চের পরেও কি কাজ করবে Paytm UPI? ব্যবহারকারীদের যা জানা দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ব্যবহারকারীদের এতে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ Paytm UPI আইডিতে ব্যবহারে স্পষ্ট নির্দেশিকা এসেছে।
জানুয়ারি ২০২৪-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, কেন না তারা আরবিআইয়ের কিছু নিয়ম পালনে গাফিলতি দেখাচ্ছিল। পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে আগামী ১৫ মার্চ, ২০২৪-এর মধ্যে সমস্ত বিদ্যমান লেনদেনের হিসেব নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে আরবিআই৷ এর ফলে Paytm-এর ইউপিআই পরিষেবাতেও প্রভাব পড়তে পারে। তবে ব্যবহারকারীদের এতে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ Paytm UPI আইডিতে ব্যবহারে স্পষ্ট নির্দেশিকা এসেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরবিআই বলেছে যে এনপিসিআই ওসিএল-কে টিপিএপি স্ট্যাটাস প্রদান করার ক্ষেত্রে '@paytm' হ্যান্ডেলগুলি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের থেকে নতুন চিহ্নিত ব্যাঙ্কের একটি তালিকা নির্মাণ করবে।আরবিআইয়ের কথায়, "কোনও নতুন ব্যবহারকারীকে উল্লিখিত টিপিএপি দ্বারা যুক্ত করা হবে না যতক্ষণ না সমস্ত বিদ্যমান ব্যবহারকারীরা একটি নতুন হ্যান্ডেলে সন্তোষজনক ভাবে স্থানান্তরিত হয়।"
advertisement
advertisement
advertisement