Gold Price Fall: বাজেটের পর হুড়মুড়িয়ে কমছে সোনার দাম, আরও কমবে কি দাম ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Price Fall: বৃহত্তর বাজার সবসময় অস্থির। ফলে যে কোনও দামের উর্ধগতি কিছুটা হলেও চাপা থাকে।
advertisement
advertisement
আমদানি শুল্ক কমানোর ফলে সোনা এবং রুপোর দাম কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কমোডিটি বিভাগের প্রধান হরিশ ভি বলছেন, “সোনা, রুপোয় আমদানি শুল্ক কমানোয় ঘরোয়া বাজারে দাম কমবে। পাশাপাশি চাহিদাও বাড়বে।“প্রসঙ্গত, সোনা ও রুপোর উপর ১৫ শতাংশ হারে আমদানি শুল্ক নেওয়া হত। এর মধ্যে মৌলিক শুল্ক ১০ শতাংশ এবং ৫ শতাংশ কৃষি অবকাঠামো সেস অন্তর্ভুক্ত ছিল।“
advertisement
advertisement
advertisement