LIC-র IPO থেকে সবচেয়ে লাভবান হতে চলেছে যারা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
জীবন বিমার আইপিও থেকে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থার পরিষেবা আরও উন্নত হতে চলেছে ৷
Fitch Ratings অনুযায়ী জীবন বিমার আইপিও থেকে দেশের সবচেয়ে বড় বিমা সংস্থার পরিষেবা আরও উন্নত হতে চলেছে ৷ Fitch Ratings বুধবার এই বিষয়ে জানিয়েছে যে এলআইসির আইপিও থেকে গোটা বিমা সেক্টর লাভবান হতে চলেছে ৷ ফিচের তরফে জানানো হয়েছে এর লাভ পুরো বিমা সেক্টর পেতে চলেছে ৷ পাশাপাশি এই উদ্যোগে বাড়তে চলেছে বিদেশি বিনিয়োগ ৷ এর জেরে দেশের বিদেশি পুঁজির প্রভাবও বৃদ্ধি পাবে ৷
advertisement
advertisement
advertisement
advertisement