নতুন না পুরনো ! কোন ট্যাক্স অপশনে বেশি টাকা বাঁচবে আপনার, জেনে নিন....

Last Updated:
সরকার বাজেটে করদাতাদের আয়কর রিটার্ন দেওয়ার জন্য দুটি অপশন দেওয়া হবে ৷
1/5
আয়কর বিভাগের তরফে সাধারণ মানুষের কত টাকা ট্যাক্স হয়েছে তা জানতে নিয়ে আসা হয়েছে ই-ক্যালকুলেটার ৷ এই ক্যালকুলেটারের মাধ্যমে করদাতারা যদি নতুন ট্যাক্স স্ল্যাবে আয়কর রিটার্নের অপশন সিলেক্ট করেন তাহলে তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে জানতে পারবেন সহজেই ৷ সরকার বাজেটে করদাতাদের আয়কর রিটার্ন দেওয়ার জন্য দুটি অপশন দেওয়া হবে ৷
আয়কর বিভাগের তরফে সাধারণ মানুষের কত টাকা ট্যাক্স হয়েছে তা জানতে নিয়ে আসা হয়েছে ই-ক্যালকুলেটার ৷ এই ক্যালকুলেটারের মাধ্যমে করদাতারা যদি নতুন ট্যাক্স স্ল্যাবে আয়কর রিটার্নের অপশন সিলেক্ট করেন তাহলে তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে জানতে পারবেন সহজেই ৷ সরকার বাজেটে করদাতাদের আয়কর রিটার্ন দেওয়ার জন্য দুটি অপশন দেওয়া হবে ৷
advertisement
2/5
ক্যালকুলেটার বিভাগের আধিকারিক ই-ফাইলিং ওয়েবসাইট -https://www.incometaxindiaefiling.gov.in পাওয়া যাচ্ছে ৷ এখানে করদাতারা দেখতে পারবেন কী পুরনো না নতুন কর ব্যবস্থায় তাদের কত টাকা কর দিতে হবে ৷
ক্যালকুলেটার বিভাগের আধিকারিক ই-ফাইলিং ওয়েবসাইট -https://www.incometaxindiaefiling.gov.in পাওয়া যাচ্ছে ৷ এখানে করদাতারা দেখতে পারবেন কী পুরনো না নতুন কর ব্যবস্থায় তাদের কত টাকা কর দিতে হবে ৷
advertisement
3/5
এই ওয়েব পোর্টাল বিভিন্ন শ্রেণির মানুষ আইটিআর ফাইল করার জন্য ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে সাধারণ নাগরিক (৬০ বছরের নীচে), সিনিয়র সিটিজেন (৬০-৭৯ বছর বয়স) এবং সুপার সিনিয়র সিটিজেন (৭৯ বছরের বেশি) তাদের বার্ষিক আয়, মোট ডিডাকশন ও ছাড় সম্বন্ধে তথ্য দিয়ে জেনে নিতে পারবেন তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে ৷
এই ওয়েব পোর্টাল বিভিন্ন শ্রেণির মানুষ আইটিআর ফাইল করার জন্য ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে সাধারণ নাগরিক (৬০ বছরের নীচে), সিনিয়র সিটিজেন (৬০-৭৯ বছর বয়স) এবং সুপার সিনিয়র সিটিজেন (৭৯ বছরের বেশি) তাদের বার্ষিক আয়, মোট ডিডাকশন ও ছাড় সম্বন্ধে তথ্য দিয়ে জেনে নিতে পারবেন তাদের কত টাকা ট্যাক্স দিতে হবে ৷
advertisement
4/5
বাজেটে Individual Income Tax এর নতুন ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না ৷ বাৎসরিক আয় ৫ থেকে ৭.৫ লক্ষের মধ্যে হলে কর দিতে হবে ১০ শতাংশ। ১০ থেকে ১২.৫ লক্ষ   টাকার মধ্যে হলে কর দিতে হবে ২০ শতাংশ। ১২.৫ লক্ষ  ১৫ লক্ষের মধ্যে হলে কর দিতে হবে ২৫ শতাংশ।   ১৫ লক্ষের বেশি হলে আগের মতোই দিতে হবে ৩০ শতাংশ ৷
বাজেটে Individual Income Tax এর নতুন ব্যবস্থায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না ৷ বাৎসরিক আয় ৫ থেকে ৭.৫ লক্ষের মধ্যে হলে কর দিতে হবে ১০ শতাংশ। ১০ থেকে ১২.৫ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ২০ শতাংশ। ১২.৫ লক্ষ ১৫ লক্ষের মধ্যে হলে কর দিতে হবে ২৫ শতাংশ। ১৫ লক্ষের বেশি হলে আগের মতোই দিতে হবে ৩০ শতাংশ ৷
advertisement
5/5
বর্তমান আয়কর ব্যবস্থায় ৫০,০০০ টাকা ছাড়ের পাশাপাশি ৮০সি অনুযায়ী, এলআইসি প্রিমিয়াম-সহ বিভিন্ন সেভিংস যোজনায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ছাড় পাওয়া যায় ৷ তবে মোদি সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, যে ১০০টি ক্ষেত্রে লগ্নি করলে এতদিন আয়করে ছাড় পাওয়া যেত, তার মধ্যে থেকে সত্তরটিই এবার বাদ।
বর্তমান আয়কর ব্যবস্থায় ৫০,০০০ টাকা ছাড়ের পাশাপাশি ৮০সি অনুযায়ী, এলআইসি প্রিমিয়াম-সহ বিভিন্ন সেভিংস যোজনায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ছাড় পাওয়া যায় ৷ তবে মোদি সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, যে ১০০টি ক্ষেত্রে লগ্নি করলে এতদিন আয়করে ছাড় পাওয়া যেত, তার মধ্যে থেকে সত্তরটিই এবার বাদ।
advertisement
advertisement
advertisement