হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক

এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

  • 17

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    যে কোনও সময় অর্থের প্রয়োজন পড়লে সাধারণ মানুষ ঋণ করার কথা ভাবে। সিভিল স্কোর ভাল থাকলে খুব সহজেই ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন পাওয়া যায়। কিন্তু সমস্যা হল ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে গৃহঋণ বা অন্য ঋণের মতো সুবিধা পাওয়া যায় না। বরং অনেক চড়া হারে সুদ গুণতে হয়।

    MORE
    GALLERIES

  • 27

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    সেক্ষেত্রে গোল্ড লোন খুব ভাল বিকল্প হতে পারে। গোল্ড লোন আসলে অনেকটা বন্ধকের মতো কাজ করে। গোল্ড লোন দেওয়া হয় কোনও স্বর্ণালঙ্কারের বিনিময়ে। সব থেকে বড় কথা এই ঋণের ক্ষেত্রে সুদের হারও ব্যক্তিগত ঋণের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি যাঁদের সিভিল স্কোর তত ভাল নয়, তাঁরা সহজে ঋণ পেতে পারেন। কারণ এই ক্ষেত্রে সোনার নিরাপত্তা কাজ করবে।

    MORE
    GALLERIES

  • 37

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    ব্যক্তিগত ঋণের চেয়ে গোল্ড লোন পাওয়ার পদ্ধতি সরল ও দ্রুত। ঋণ পরিশোধ করে দিতে পারলেই নিজের সোনা ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

    MORE
    GALLERIES

  • 47

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    আবার গোল্ড লোনে কোনও প্রি-পেমেন্ট চার্জও নেই, যা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই প্রযোজ্য। সেই সঙ্গে থাকে প্রসেসিং ফি। গোল্ড লোনের ক্ষেত্রে এসব ঝামেলা প্রায় থাকেন না বললেই চলে। অন্য কোনও ঋণ থাকলেও গোল্ড লোন নেওয় সম্ভব। অথবা, একবার গোল্ড লোন নেওয়া হলে ভবিষ্যতে অন্য কোনও ঋণ নেওয়ায় বাধা নেই।

    MORE
    GALLERIES

  • 57

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    ভারতে অনেক বড় ব্যাঙ্কই গোল্ড লোন দিয়ে থাকে। কোন ব্যাঙ্ক থেকে কেমন সুবিধা পাওয়া যেতে পারে তা দেখে নেওয়া যাক এক নজরে—

    MORE
    GALLERIES

  • 67

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    জানা যাচ্ছে, বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্ক সবচেয়ে কম সুদে গোল্ড লোন দিতে শুরু করছে। মাত্র ৭.২ শতাংশ থেকে শুরু হচ্ছে তাদের সুদের হার। তবে সর্বোচ্চ ১১.৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
    কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে এই সুদের হার ৮ থেকে ১৭ শতাংশ পর্যন্ত হতে পারে।

    MORE
    GALLERIES

  • 77

    এখুনি টাকার প্রয়োজন! পার্সোনাল না গোল্ড লোন, কোনটি বেশি সুবিধাজনক, জেনে নিন বিস্তারিত!

    ইউনিয়ন ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্কের সুদের হার ৮.৮ শতাংশ থেকে শুরু হচ্ছে।
    ইউকো, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে গোল্ড লোনে সুদের হার ৮.৫ শতাংশ থেকে শুরু করে ৯ শতাংশ পর্যন্ত।

    MORE
    GALLERIES