সেক্ষেত্রে গোল্ড লোন খুব ভাল বিকল্প হতে পারে। গোল্ড লোন আসলে অনেকটা বন্ধকের মতো কাজ করে। গোল্ড লোন দেওয়া হয় কোনও স্বর্ণালঙ্কারের বিনিময়ে। সব থেকে বড় কথা এই ঋণের ক্ষেত্রে সুদের হারও ব্যক্তিগত ঋণের তুলনায় অনেকটাই কম। পাশাপাশি যাঁদের সিভিল স্কোর তত ভাল নয়, তাঁরা সহজে ঋণ পেতে পারেন। কারণ এই ক্ষেত্রে সোনার নিরাপত্তা কাজ করবে।
আবার গোল্ড লোনে কোনও প্রি-পেমেন্ট চার্জও নেই, যা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই প্রযোজ্য। সেই সঙ্গে থাকে প্রসেসিং ফি। গোল্ড লোনের ক্ষেত্রে এসব ঝামেলা প্রায় থাকেন না বললেই চলে। অন্য কোনও ঋণ থাকলেও গোল্ড লোন নেওয় সম্ভব। অথবা, একবার গোল্ড লোন নেওয়া হলে ভবিষ্যতে অন্য কোনও ঋণ নেওয়ায় বাধা নেই।