হাতে আর মাত্র ৩ দিন, তার পরেও যদি কারোর কাছে ২০০০ টাকা পাওয়া যায়, তখন কি তাঁকে গ্রেফতার করা হবে?
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
চলতি বছরে ২০০০ টাকার নোট ফের বাতিল করার কথা ঘোষণা করেছিল মোদি সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৬ সালে নোটবন্দির পরের নিয়মগুলি: বলে রাখা ভাল যে, ২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পরে সেই নোটগুলি বাড়িতে রাখা কিংবা এ-দিক-সে-দিক নিয়ে যাওয়া শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ত। আরবিআই এই নোটগুলি পরিবর্তন করার জন্য বেশ কয়েক বার বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্ত নোট ফেরত আসেনি।
advertisement
advertisement
৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোটের আইন কী? ২০১৬ সালে নোটবন্দি ঘোষণা হওয়ার কিছু সময় পরে কেন্দ্রীয় সরকার একটি আইন অনুমোদন করেছিল। ওই আইনের আওতায় ১০টিরও বেশি ৫০০ এবং ১০০০ টাকার নোট রাখার জন্য ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা করা হত। এমনকী কারাদণ্ডেরও কথাও বলা হয়েছে। ২০১৭ সালে স্পেসিফায়েড ব্যাঙ্ক নোট আইন ২০১৭ সংসদে পাশ হয়েছিল। ৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোট ব্যবহার করে ‘একটি সমান্তরাল অর্থনীতি চালানোর সম্ভাবনা’ দূর করার লক্ষ্যে আইনটি পাশ করা হয়েছিল।
advertisement
২০১৭ সালে সংসদে পাশ হওয়া আইনটি ডিমানিটাইজড কারেন্সি নোটের উপর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকারের দায়ও দূর করে। ২০১৬ সালে আর্থিক ব্যবস্থা থেকে বে-হিসেবি অর্থ এবং জাল নোট নির্মূল করার জন্য আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশের ভিত্তিতে নোটবন্দিকরণের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। আইনটিতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখের পরে পুরনো নোটের দখল, স্থানান্তর বা প্রাপ্তি নিষিদ্ধ করা হয়।
advertisement