মোবাইলে আসছে Missed Call ? সাবধান, নিমেষে সাফ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ফিজিক্যাল সিম কার্ড এবং ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের মধ্যে এই সংযুক্তিকেই কাজে লাগাচ্ছে জালিয়াতরা।
advertisement
advertisement
advertisement
সিম সোয়্যাপ স্ক্যাম-এ জালিয়াতরা প্রথমে ফিশিং বা ভিশিংয়ের মাধ্যমে কোনও ব্যক্তির ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ, ঠিকানা পেয়ে যায়। মেল বা মেসেজের মাধ্যমে ম্যালওয়্যার লিঙ্ক পাঠিয়ে ফিশিং করে জালিয়াতরা। তারপর মোবাইল অপারেটরের খুচরো আউটলেটে গিয়ে জাল পরিচয়পত্র দিয়ে দাবি করে, ওই ফোন নম্বরের মালিক সে-ই। তার ফোন চুরি হয়ে গিয়েছে। এই ভাবে ‘ডুপ্লিকেট সিম’ তুলে নেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তথ্য চুরি যাচ্ছে—পুলিশের দাবি, এই চক্রে হ্যাকার বা অনলাইন পোর্টালগুলি থেকে তথ্য কিনে নেয় জালিয়াতরা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেসরকারি সংস্থাগুলি, তাদের লক্ষাধিক গ্রাহকের তথ্য বেহাত করে। গত এপ্রিলে এমনই অভিযোগ উঠেছে ইলেকট্রনিকস এবং আসবাবপত্র ভাড়া দেওয়া সংস্থা RentoMojo-র বিরুদ্ধে। যদিও সংস্থা দাবি করেছে, তাদের ডেটাবেস থেকে তথ্য চুরি করেছে হ্যাকাররা।
এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ফলে আতঙ্ক বাড়ছে।
advertisement
advertisement









