ক্রেডিট বা ডেবিট কার্ডের CVV নম্বর কেন এত গুরুত্বপূর্ণ ? এর আসল মানে কী ?

Last Updated:
কী এই CVV ? কেনই বা এত গুরুত্বপূর্ণ ৷
1/6
বর্তমানে প্রায় সকলেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন ৷ ক্যাশ ব্যবহারের প্রবণতা অনেকটাই কমে গিয়েছে ৷ ইউপিআই বা কার্ডের মাধ্যমেই পেমেন্ট করে থাকেন ৷ এতে একটা সুবিধা হচ্ছে আপনার হিসেব রাখতে সুবিধা হয় ৷ কখন কোথায় কী টাকা খরচ করলেন তার ডকুমেন্ট থেকে যায় ৷ ফলে মাসের শেষে হিসেব মেলাতেও সুবিধা ৷
বর্তমানে প্রায় সকলেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন ৷ ক্যাশ ব্যবহারের প্রবণতা অনেকটাই কমে গিয়েছে ৷ ইউপিআই বা কার্ডের মাধ্যমেই পেমেন্ট করে থাকেন ৷ এতে একটা সুবিধা হচ্ছে আপনার হিসেব রাখতে সুবিধা হয় ৷ কখন কোথায় কী টাকা খরচ করলেন তার ডকুমেন্ট থেকে যায় ৷ ফলে মাসের শেষে হিসেব মেলাতেও সুবিধা ৷
advertisement
2/6
অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সাধারণত CVV নম্বর দিতে হয় ৷ কী এই CVV ? কেনই বা এত গুরুত্বপূর্ণ ৷
অনলাইনে কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে সাধারণত CVV নম্বর দিতে হয় ৷ কী এই CVV ? কেনই বা এত গুরুত্বপূর্ণ ৷
advertisement
3/6
অনলাইন শপিংয়ের সময় ই-কমার্স সংস্থাগুলির পেমেন্ট এই নম্বর দিতে হয় ৷ নম্বরটি কার্ডের পিছনে দেওয়া থাকে ৷ তিন নম্বর হয় ৷ বলা হয় CVV নম্বর  ৷
অনলাইন শপিংয়ের সময় ই-কমার্স সংস্থাগুলির পেমেন্ট এই নম্বর দিতে হয় ৷ নম্বরটি কার্ডের পিছনে দেওয়া থাকে ৷ তিন নম্বর হয় ৷ বলা হয় CVV নম্বর ৷
advertisement
4/6
CVV নম্বরের মানে কার্ড ভেরিফিকেশন ভ্যালু ৷ এই নম্বর কার্ড নেটওয়ার্কের মাধ্যমে জারি করা হয় ৷
CVV নম্বরের মানে কার্ড ভেরিফিকেশন ভ্যালু ৷ এই নম্বর কার্ড নেটওয়ার্কের মাধ্যমে জারি করা হয় ৷
advertisement
5/6
ব্যাঙ্ক বেশিরভাগ সময় নোটিফিকেশন পাঠিয়ে এই নম্বর গোপন রাখার পরামর্শ দিয়ে থাকে ৷
ব্যাঙ্ক বেশিরভাগ সময় নোটিফিকেশন পাঠিয়ে এই নম্বর গোপন রাখার পরামর্শ দিয়ে থাকে ৷
advertisement
6/6
কোনও অচেনা ব্যক্তিকে ভুলেও এই নম্বর শেয়ার করবেন না ৷ মুহূর্তে খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ৷
কোনও অচেনা ব্যক্তিকে ভুলেও এই নম্বর শেয়ার করবেন না ৷ মুহূর্তে খালি হয়ে যেতে পারে অ্যাকাউন্ট ৷
advertisement
advertisement
advertisement