CTC আর In-Hand Salary এক নয় ! তাহলে আপনার আসল উপার্জন কীভাবে হিসেব করবেন ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
কোম্পানি একজন কর্মচারীর জন্য বছরে যে টাকা খরচ করে সেটাই কস্ট টু কোম্পানি বা সিটিসি। আর ইন হ্যান্ড স্যালারি হল পিএফ ইত্যাদি কাটার পর মাসের শেষে যে টাকা কর্মী হাতে পান সেটা।
advertisement
advertisement
advertisement
advertisement
আবার অনেকে ভাবেন, সিটিসি-এর পুরো টাকাটাই কর্মচারীকে দেওয়া হয়। এটাও ভুল ধারণা। সিটিসি হল কর্মচারীর পিছনে কোম্পানির খরচ, সেটা সরাসরি কর্মী নাও পেতে পারেন। যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এবং বিমায় কোম্পানির অবদান সিটিসি-এর অংশ, ইন হ্যান্ড স্যালারির নয়। মাসের শেষে এই টাকা কর্মী পান না। সিটিসির কিছু অংশ, যেমন বোনাস বা স্টক অপশন, কর্মক্ষমতা বা সময়ের সঙ্গে কর্মীকে দেওয়া হয়, তবে সেটা মাসিক বেতনের আকারে মেলার সম্ভাবনা কম।
advertisement
advertisement
advertisement